মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪

সেকশন

 

গাজীপুরে সাসেক প্রকল্পের বেইজ ক্যাম্পে ডাকাতি, আটক দুই

Asad
প্রকাশ: ১৫ মে ২০২১

---

গণবাণী ডট কম:

গাজীপুরের কালিয়াকৈরের সুত্রাপুর এলাকায় সাসেক সড়ক উন্নয়ন প্রকল্প-২ এর ঠিকাদারী প্রতিষ্ঠান আব্দুল মোনায়েম লিমিটেড এর বেইজ ক্যাম্পে ডাকাতির ঘটনা ঘটেছে। গেলো রাতে একদল ডাকাত বেইজ ক্যাম্পে প্রবেশ করে নিরাপত্তা কর্মীদের অস্ত্রের মুখে জিম্মি করে একটি কক্ষে হাত-পা বেধে রেখে মালামাল লুট নেয়। এসময় নিরাপত্তা কর্মীরা দুই ডাকাতকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে।

পুলিশ ও নিরাপত্তাকর্মীরা জানায়, গেলো শুক্রবার রাতে ২০/২৫ জনের একদল ডাকাত সাউথ এশিয়ান সাব-রিজিওনাল ইকোনমিক কো-অপারেশন (সাসেক-২) এর বেইজ ক্যাম্পের ভিতরে প্রবেশ করে। পরে অস্ত্রের মুখে নিরাপত্তা কর্মীদের জিম্মি করে একটি কক্ষে হাত পা বেধে আটক করে রাখে। পরে ডাকাতরা ক্যাম্পে থাকা বৈদ্যুতিক মটর, ট্রান্সফরমার, গাড়ীর ব্যাটারীসহ মুল্যবান মালামাল একটি ট্রাকে ভর্তি করে লুট করে পালিয়ে যায়। পালিয়ে যাবার সময় নিরাপত্তাকর্মীরা দুই ডাকাতকে আটক করে গণপিটুনী দেয়। এসময় ডাকাতদের ধস্তাধস্তি ও ছুরিকাঘাতে ৫ নিরাপত্তাকর্মী আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

আটক দুই ডাকাত সদস্যকে টাঙ্গাইলের মির্জাপুর কুমুদ্দিনী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় দুই ডাকাতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মন্তব্য

পঠিতসর্বশেষ

এলাকার খবর

Developed By: Dotsilicon