গণবাণী ডট কম:
গাজীপুরে নিরাপদ অভিবাসন, রিক্রুটিং এজেন্ট লাইসেন্স, আচরণ ও শ্রেণী বিভাগ বিধিমালা বিষয়ে সচেতনতামূলক এক মতবিনিময় সভা বুধবার (৩০ মার্চ) সকালে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আনিসুর রহমান।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আয়োজনে মতবিনিময় সভা বাস্তবায়ন করেছে গাজীপুর জেলা প্রশাসন। এতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপ-সচিব আব্দুস সালাম মূল বক্তব্য উপস্থাপন করেন।
গাজীপুর সার্কিট হাউজ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মো: কামরুজ্জামান। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার নন্দিতা মালাকার, গাজীপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট রিনা পারভিন, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হাদী শামীম, উপজেলা ভাইস চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, অধ্যাপক এম এ বারি, অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক, গাজীপুর টেলিভিশন সাংবাদিক ক্লাবের সাধারণ সম্পাদক ইকবাল আহামদ সরকার, গাজীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাহিম সরকার, আজকের পত্রিকার গাজীপুর প্রতিনিধি এম. আসাদুজ্জামান সাদ, সাংবাদিক খায়রুল ইসলামসহ অন্যরা। এতে জেলার বিভিন্ন শ্রেণী-পেশার প্রায় অর্ধশত প্রতিনিধি অংশগ্রহণ করেন।
মন্তব্য