মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪

সেকশন

 

গাজীপুরে পর্যটন রিসোর্ট ও পিকনিক স্পট উদ্বোধন

Asad
প্রকাশ: ৫ সেপ্টেম্বর ২০২২

---

গণবাণী ডট কম:

গাজীপুরের সালনায় বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের উদ্যোগে ‘সালনা রিসোর্ট এন্ড পিকনিক স্পট’ উদ্বোধন করা হয়েছে। সোমবার (৫ সেপ্টেম্বর) সকালে রিসোর্টটি উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

এসময় প্রতিমন্ত্রী বলেন, পর্যটন খাতকে সরকার একা সমৃদ্ধ করতে পারবে না। বিশ্বের সব দেশ একা এই খাতকে এগিয়ে নিয়ে যায়নি। এখানে প্রাইভেট সেক্টর সবচেয়ে বেশি ভূমিকা রাখছে। পর্যটন খাতে প্রাইভেট কোম্পানিগুলো বিনিয়োগ করবে এমনটি প্রত্যাশা করছেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী।

সংশ্লিষ্টরা জানায়, ২০১৬ সালের ঘোষণাকৃত পর্যটক বর্ষ উপলক্ষে ৯ কোটি ৪০ লক্ষ টাকা ব্যয়ে ২০১৯ সালে এটির নির্মাণ কাজ শুরু হয়। এটির নির্মাণ কাজ শেষ হয় চলতি বছরের জুন মাসে। ৩.১২ একর ভূমির উপর গাজীপুরস্থ ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে সালনায় রিসোর্টটি তৈরি করা হয়েছে। রিসোর্টে ৬ টি আধুনিক কটেজ, শীতাতপ নিয়ন্ত্রিত প্রতিটি কটেজে ২ টি বেড রুম , ১ টি ড্রইং কাম ডাইনিং রুম রয়েছে। আধুনিক স্থাপত্য নকশায় শীতাতপ নিয়ন্ত্রিত ৬০ আসন বিশিষ্ট রেস্তোঁরা, অভ্যর্থনা কাউন্টার , ৩ টি স্যুভিনর শপ , ১ টি কফি কর্ণার, দ্বিতীয় তলায় শীতাতপ নিয়ন্ত্রিত কনফারেন্স হল, গ্রুপ ট্যুরিস্টদের ডে - আউটিংয়ের জন্য ২ টি পিকনিক শেড ও ১ টি কুকিং শেড রয়েছে যেখানে ২০০-৩০০ লোকের সবধরণের খাবার প্রস্তুতের ব্যবস্থা রয়েছে।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মোঃ আলী কাদের। এতে আরও উপস্থিত ছিলেন, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোঃ মোকাম্মেল হোসেন, বাংলাদেশ পর্যটন করপোরেশনের যুগ্ম সচিব জামিল আহমেদ, গাজীপুর জেলা প্রশাসক আনিসুর রহমান প্রমুখ।

মন্তব্য

পঠিতসর্বশেষ

এলাকার খবর

Developed By: Dotsilicon