গণবাণী ডট কম:
গাজীপুর জেলা পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) নয়া সভাপতি জিনিয়া ফারজানা দায়িত্বভার গ্রহণ করেছেন। এ উপলক্ষে গাজীপুর জেলা পুলিশ লাইন্সে মঙ্গলবার বিকেলে পুনাক জেলা কার্যালয়ে পুনাক সদস্যরা নয়া সভাপতিকে বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দায়িত্ব গ্রজণের পর পুনাকের নয়া সভাপতি জিনিয়া ফারজানা পুনাকের গাজীপুর কার্যালয় পরিদর্শন করেন এবং সদস্যদের সাথে মতবিনময় করেন। এসময় তিনি পুনাকের কার্যক্রমকে আরো গতিশীল এবং জনকল্যাণমূখী করার জন্য সকল সদস্যকে উদ্ধুদ্ধ করেন।এ সংগঠণকে আরো গতিশীল ও সৃষ্টিশীল করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি পুনাকের সদস্যদের হস্তশিল্প/কারুশিল্প কার্যক্রম জোরদার করারও আশ্বাস দেন। তিনি পুনাক সদস্যদের তৈরি বিভিন্ন পণ্য সামগ্রী বিক্রির জন্য একটি বিক্রয় কেন্দ্র স্থাপনেরও পরিকল্পনার কথার জানান।
পরে ডেঙ্গু প্রতিরোধ ও নারীদের হাড়ের ক্ষয়জনিত রোগের প্রতিকার বিষয়ে স্বাস্থ্য সচেতনাতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পুনাক সভানেত্রী জিনিয়া ফারজানা। আলোচনায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক ডা: তাসফিন আলম তাকী ও গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ডা: নন্দিতা মালাকার অংশ নেন। তাঁরা ডেঙ্গু রোগ ও নারীদের হারের ক্ষয় রোগের কারণ ও প্রতিকার নিয়ে আলোচনা করেন। তাঁরা বলেন, নারীদের পিরিয়ডের সময় ক্যালসিয়াম ও ইস্ট্রোজেন হরমোন ঘাটতির জন্য নারীগণ হারক্ষয় রোগের শিকার হন। এজন্য নারীদের প্রতিদিন কমপক্ষে ২০ মিনিট রোদে অবস্থান করা এবং ক্যালসিয়াম জাতীয় খাবার গ্রহণের পরামর্শ দেন। ডেঙ্গুর নিয়ন্ত্রণে শোয়ার সময় মশারী টানানো, স্প্রে প্রয়োগ ও মশার আবাসস্থল ধ্বংস করা ও চারপাশ পরিস্কার রাখার উপর জোর দেন।
আলোচনা সভায় গাজীপুর জেলা পুনাকের সহ-সভাপতি শাকিলা আক্তার ও নুরুন্নাহার বেগম, সাধারণ সম্পাদক তাজরিয়ান রবি স্বর্ণ, সাংগঠনিক সম্পাদক সায়মা হক এবং দপ্তর সম্পাদক ডাঃ নন্দিতা মালাকারসহ পুনাকের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে পুনাক গাজীপুর সভানেত্রী পুনাক কার্যালয় চত্বরে বৃক্ষরোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করেন।
মন্তব্য