গণবাণী ডট কম:
গাজীপুর মহানগরীর পূবাইলে ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের মালিকানাধীন শুটিং হাউজ ‘জান্নাত’ এ বৃহস্পতিবার মধ্যরাতে দেয়াল টপকে একদল চোরের অনুপ্রবেশ ঘটেছে। তবে, পুলিশ বলছে, চোর ভিতরে প্রবেশ করলেও তারা কিছুই নিতে পারেনি।
পুলিশ ও স্থানীয়রা জানায়,গাজীপুর মহানগরীর পুবাইল থানা এলাকায় আড়াই বিঘার উপরে সুবিশাল দোতালা একটি বাড়ি রয়েছে। এ বাড়ির দোতলায় বসার জন্য সুন্দর ও পরিপাটি সোফা রয়েছে। দেয়ালে দেয়ালে টাঙানো চিত্রকর্মের ওয়ালম্যাট। বিলাসবহুল বাড়িটি শুটিংয়ের জন্য ভাড়া দেওয়া হয়। সেখানে গত কয়েক বছর ধরে নাটক, সিনেমা ও মিউজিক ইত্যাদির শুটিং হয়ে থাকে। নিরাপত্তার জন্য চারপাশে সুউচ্চ সীমানা প্রাচীর দিয়ে ঘিরে রাখা হয়েছে।
সূত্র জানায়, শাকিব খান বলিউড তারকা শাহরুখ খানের ভক্ত। একারণে শাহরুখ খানের বাড়ির নামের সাথে মিল রেখে শাকিব খান তাঁর পুবাইলের বিলাসবহুল শুটিং বাড়িটির নাম রেখেছেন ‘জান্নাত’। এখানে শাকিব খানও বিভিন্ন সময় এসেছেন।
স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাত দেড়টার দিকে ৩ জনের একটি দল সীমানা প্রাচীর ও কাটাতার ডিঙ্গিয়ে ‘জান্নাতে’ ভিতরে প্রবেশ করে। এ সময় বিষয়টি স্থানীয়রা দেখতে পায়। পরে স্থানীয়রা বাড়ির কেয়ারকে ডাকাডাকি করলে চোরেরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে পুলিশ আসে।
এ বিষয়ে পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন,গতরাতে চিত্রনায়ক শাকিবের খানের বাড়ীতে ৩ জন চোর প্রবেশ করতে দেখে স্থানীয়রা বাড়ীর কেয়ারটেকার সম্রাটকে ডেকে তুলে। পরে সম্রাট ঢাকায় ঘটনা জানায়। পরে আমরা খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যাই। সেখান থেকে কোন কিছু খোয়া যায়নি। সারা বাড়ি তল্লাশি করে দেখা যায়, চোরেরা একটি পুরাতন নষ্ট মোটর নেয়ার জন্য বেধেছিল। কিন্তু নিতে পারেনি।
মন্তব্য