মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪

সেকশন

 

কাপাসিয়ায় মা সমাবেশ ও গর্ভবতী মায়েদের স্বাস্থ্যসেবা প্রদান

Asad
প্রকাশ: ৩ ডিসেম্বর ২০২২

---
নিজস্ব প্রতিবেদক, কাপাসিয়া (গাজীপুর):
“প্রতিটি গর্ভ হোক পরিকল্পিত, প্রতিটি প্রসব হোক নিরাপদ” এই প্রতিপাদ্য সামনে রেখে গাজীপুরে কাপাসিয়ায় গর্ভবতী মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সমাবেশে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্বাবধানে গর্ভবতী মায়েদের স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় ঔষধ ও রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদাতা সংগ্রহ ও তালিকা তৈরি করা হয়।
কাপাসিয়া উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের সহায়তায় শনিবার দুপুরে উপজেলার চাঁদপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে মা সমাবেশ অনুষ্ঠিত হয়।

---
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য ও ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সিমিন হোসেন রিমি। এতে সম্মানিত অতিথি হিসেবে ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ড. মু: আনোয়ার হোসেন হাওলাদার ও গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান।
সমাবেশে আরো উপস্থিত ছিলেন, কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম গোলাম মোর্শেদ খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবারের পরিকল্পনা কর্মকর্তা ডা. মামুনুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুর রহিম,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ,উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাজহারুল ইসলাম সেলিম প্রমূখ।

মন্তব্য

পঠিতসর্বশেষ

এলাকার খবর

Developed By: Dotsilicon