নিজস্ব প্রতিবেদক, কাপাসিয়া (গাজীপুর):
“প্রতিটি গর্ভ হোক পরিকল্পিত, প্রতিটি প্রসব হোক নিরাপদ” এই প্রতিপাদ্য সামনে রেখে গাজীপুরে কাপাসিয়ায় গর্ভবতী মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সমাবেশে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্বাবধানে গর্ভবতী মায়েদের স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় ঔষধ ও রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদাতা সংগ্রহ ও তালিকা তৈরি করা হয়।
কাপাসিয়া উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের সহায়তায় শনিবার দুপুরে উপজেলার চাঁদপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে মা সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য ও ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সিমিন হোসেন রিমি। এতে সম্মানিত অতিথি হিসেবে ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ড. মু: আনোয়ার হোসেন হাওলাদার ও গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান।
সমাবেশে আরো উপস্থিত ছিলেন, কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম গোলাম মোর্শেদ খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবারের পরিকল্পনা কর্মকর্তা ডা. মামুনুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুর রহিম,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ,উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাজহারুল ইসলাম সেলিম প্রমূখ।
মন্তব্য