শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪ , ২১ অগ্রহায়ন ১৪৩১

সেকশন

 

দেশে করোনার নতুন ধরণ বিএফ-৭ শনাক্ত

Asad
প্রকাশ: ১ জানুয়ারী ২০২৩, ১৭:৪৪:৪২ | পঠিত: ২৯১

---

গণবাণী ডট কম:

সম্প্রতি চীন থেকে বাংলাদেশে আগত একজনের শরীরে করোনাভাইরাসের নতুন ধরণ বিএফ-৭ শনাক্ত হয়েছে। রোগতত্ত্ব রোগ-নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট- আইইডিসিআর এ তথ্য নিশ্চিত করেছে।

আইইডিসিআর এর পরিচালক অধ্যাপক তাহমিনা শিরিন গণমাধ্যমকে বলেছেন, আক্রান্ত ব্যক্তির শারীরিক পরিস্থিতি ভালো আছে।

সম্প্রতি করোনাভাইরাসের নতুন এই ধরণ চীনে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে বলে দেশটির সরকারি তথ্যে জানা যাচ্ছে। সম্প্রতি ভারতেও কয়েকজনের শরীরে নতুন এই ধরণ শনাক্ত হয়।

নতুন করে কয়েকটি দেশে কোভিড সংক্রমণের হার বেড়ে যাওয়ার পর ২৫শে ডিসেম্বর বাংলাদেশেন সরকার সব বিমান, স্থল ও সমুদ্রবন্দরে স্ক্রিনিং বাড়ানোর নির্দেশ দেয়।

বিদেশ থেকে আসা যাত্রীদের সব বন্দরে র্যা পিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে পরীক্ষা করে কারো শারীরিক উপসর্গ থাকলে তাকে আইসোলেশনে নেয়ার নির্দেশনা দেয়া হয়।

সে সময় আক্রান্ত ব্যক্তিদের নমুনা সংগ্রহ করে জেনোমিক সিকোয়েন্সিং করে কারো বিএফ–৭ করোনাভাইরাস রয়েছে কি না, তা পরীক্ষা করতে আইইডিসিআর-কে নির্দেশ দেওয়া হয়েছিল।

সাথে হাসপাতালগুলোকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।

এরপর গত ২৬শে ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীন থেকে আসা চারজন যাত্রীর অ্যান্টিজেন টেস্ট করা হলে, তাদের রিপোর্ট পজিটিভ আসে।

তখন তাদের মহাখালী ডিএনসিসি হাসপাতালে আইসোলেশনে পাঠানো হয়।

তাদের নমুনা জিনোম সিকোয়েন্স করে একজনের শরীরে নতুন সাব ভ্যারিয়েন্ট পাওয়ার খবর আজ জানালো আইইডিসিআর।

নতুন ধরণটির বৈশিষ্ট্য:

করোনাভাইরাসের নতুন এই ধরণটির মূল বৈশিষ্ট হল এটি অমিক্রনের চাইতে চার গুণ বেশি সংক্রামক।

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক আহমেদুল কবির বলেছেন, নতুন ভ্যারিয়ান্ট অল্প সময়ে খুব দ্রুত ছড়ায়। তবে এর লক্ষণগুলো আগের ধরণগুলোর মতোই।

এমন অবস্থায় নতুন এই ধরণ থেকে বাঁচতে স্বাস্থ্যবিধি মানার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য বিভাগ।

সেইসাথে যারা করোনা ভাইরাসের টিকা গ্রহণ করেননি কিংবা দুই ডোজ সম্পন্ন করেননি তাদের নতুন এই ধরণে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি বলে জানানো হয়েছে।

এমন অবস্থায় তৃতীয় ডোজ এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে চতুর্থ ডোজ নেয়ার পরামর্শ দিয়েছেন মি. কবির।

এখানে তিনি ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী বলতে, যাদের বয়স ৬০ বছরের উপরে, দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছেন অর্থাৎ কোমোর্বিডিটি আছে, তাদের কথা বলা হয়েছে।

চীনা ভ্রমণকারীদের জন্য অনেক দেশে বিধিনিষেধ

চীনে কোভিড সংক্রমণ বাড়তে থাকার ফলে আবার নতুন করে বিশ্বে ভাইরাস ছড়িয়ে পড়তে পারে - এ আশংকায় বিভিন্ন দেশ চীন থেকে আসা ভ্রমণকারীদের জন্য টেস্টিংএর নিয়ম চালু করেছে।

খবর: বিবিসি।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon
শিরোনাম:   আজমির শরিফসহ ১০টিরও বেশি মসজিদ নিয়ে ভারতীয়দের ষড়যন্ত্র ধর্ম-বর্ণ ও মতের পার্থক্য থাকলেও আমরা একই পরিবারের সদস্য : ড. ইউনূস গাজীপুরের প্রবীণ সাংবাদিক নজরুল ইসলাম বাদামীর ইন্তেকাল দেশের জন্য ক্ষতিকর চুক্তি বাতিলের দাবি করা হয়েছে : আসিফ নজরুল গণঅভ্যুত্থান নস্যাৎ করার যড়যন্ত্র একজোট হয়ে রুখতে হবে : প্রধান উপদেষ্টা ভারত আগ্রাসী হলে আমরাও বাংলা বিহার উড়িষ্যা দাবি করবো: রিজভী ভারতের উচিত দ্ব্যর্থহীনভাবে জুলাই অভ্যুত্থানকে স্বীকৃতি দেয়া: মাহফুজ আলম জাতীয় ঐক্যের গড়তে নেতৃবৃন্দের সাথে বসবেন প্রধান উপদেষ্টা এক বিজয় করেছো, আরেক বিজয় আসবে : সমন্বয়কদের প্রধান উপদেষ্টা দক্ষিণ কোরিয়াতে সামরিক শাসন জারি করেছেন প্রেসিডেন্ট