সোমবার, ১৬ জুন ২০২৫ , ২ আষাঢ় ১৪৩২

সেকশন

 

জাতীয় পর্যায়ে শিশু কিশোর ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

Asad
প্রকাশ: ২৬ জানুয়ারী ২০২৩, ১৯:৩০:৩৯ | পঠিত: ৩৫৭

---

গণবাণী ডট কম:

গাজীপুর মহানগরীর টঙ্গীতে জাতীয় পর্যায়ে শিশু কিশোর ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও ইউনিসেফ বাংলাদেশ যৌথভাবে জাতীয় পর্যায়ে শিশু কিশোর ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে। ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, মাদক ছেড়ে খেলতে চল এই স্লোগানকে প্রতিপাদ্য রেখে ব্যতিক্রমী এ আয়োজন করা হয়েছে।

মহানগরীর টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে আয়োজিত এ প্রতিযোগিতায় পথশিশু ও বিভিন্ন ক্রিড়া সংগঠনের শিশু-কিশোরীরা ফুটবল, ভলিবল, কাবাডি, ব্যাটমিন্টন ও ক্রিকেট খেলায় অংশ গ্রহণ করবে। এ প্রতিযোগিতায় প্রায় দুইশত ছেলে মেয়ে অংশ গ্রহণ করছে।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র মো. আসাদুর রহমান কিরণ। আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, গেস্ট অব অনার যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সচিব ড. মহিউদ্দিন আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জিএমপি উপ পুলিশ কমিশনার মাহবুব-উজ-জামান পিপিএম, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আতাউল্লাহ মন্ডল, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াসিউজ্জামান চৌধুরী, ইউনিসেফ বাংলাদেশ চাইল্ড প্রটেকশন ম্যানেজার এলিসা কল্পনা ও বাফুফে সদস্য কাউন্সিলর নুরুল ইসলাম নুরু।

খেলা শেষে প্রতিযোগিদের মধ্যে পুরস্কার তুলে দেন বাফুফে সদস্য কাউন্সিলর নুরুল ইসলাম নুরু, ক্রীড়া সংগঠক একেএম পলাশ জলিলসহ জেলা ক্রীড়া কর্মকর্তা।

এ অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন গাজীপুর জেলা ক্রীড়া অফিস এবং ব্যবস্থাপনায় গাজীপুর সিটি কর্পোরেশন।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon
শিরোনাম:   কাপাসিয়া উপজেলা বিএনপির আহবায়ক কমিটি গঠন গাজীপুর জেলা বিএনপি’র অধীনস্থ ৮ইউনিটের আহ্বায়ক কমিটি গঠন পুশ ইন অব্যাহত থাকলে এর দায় ভারতকে নিতে হবে : রিজভী ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, তেহরানে বিমানবন্দরে আগুন সংস্কার ও বিচার প্রক্রিয়ায় পর্যাপ্ত অগ্রগতি হলে রমজানের আগে নির্বাচন হতে পারে মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠক শেষ, বিএনপি সন্তোষ্ট প্রথম সাক্ষাতে ড. ইউনূস ও তারেক রহমানের মধ্যে যে কথা হলো ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় ইসরায়েলের হামলা; ৬ বিজ্ঞানী নিহত প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক ভারতে বিধ্বস্ত বিমানের সকল যাত্রী নিহত