গণবাণী ডট কম:
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর বার্ষিক বনভোজন শুক্রবার গাজীপুর অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত আইজিপি ও পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার।
গাজীপুরের পূবাইল রিসোর্টে অনুষ্ঠিত বনভোজনে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন। দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানটি পিবিআই এর কর্মকর্তাদের পারিবারিক মিলনমেলায় পরিণত হয়।
গাজীপুর জেলার পিবিআই পুলিশ সুপার মোহাম্মদ মাকছুদের রহমানের পৃষ্ঠপোষকতা ও পিবিআই গাজীপুর জেলার সহযোগিতায় বনভোজনের আয়োজন করা হয়। আয়োজনের মধ্যে ছিল পিবিআই কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের অংশগ্রহণে খেলাধুলা ও বিভিন্ন প্রতিযোগিতা। প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিযয়ীদের মধ্যে প্রধান অতিথি পুরস্কার বিতরণ করেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
এতে আরো উপস্থিত ছিলেন পিবিআই এর ডিআইজি (পূর্বাঞ্চল) মোর্শেদুল আনোয়ার খান ও ডিআইজি (পশ্চিমাঞ্চল) মিরাজ উদ্দিন আহম্মেদসহ পিবিআই’র বিভিন্ন পদমর্যাদার উর্ধ্বতন কর্মকর্তাগণ।
মন্তব্য