গণবাণী ডট কম:
গাজীপুরে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধাদের সন্তানদের উপর হামলাকারীদের গ্রেফতার ও বিচারের দাবীতে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কালিয়াকৈর উপজেলার বোয়ালী ইউনিয়নের মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিলের সদস্যরা এ মানববন্ধন আয়োজন করে। পরে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি পেশ করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, দেওয়ান মহিউদ্দিন মেম্বার, কালিয়াকৈর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের যুগ্ম আহবায়ক মারুফ রানা, বোয়ালী ইউনিয়ন সদস্য মোশারফ হোসেন, বোয়ালী ইউনিয়ন আওয়ামী লেিগর সহ সভাপতি হিরা লাল দাশ, সদস্য ইশ^র চন্দ্র বর্মন, জোসনা আরা বেগম, মরিয়ম আক্তার মেরী, সাহেব আলী, আকাশ আহম্দে তারা মিয়া, আবু তাহের, দেওয়ান রুবেল প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, কালিয়াকৈর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের নির্বাচন উপলক্ষ্যে প্রার্থী বাছাইয়ের জন্য গত ৩১ মার্চ উপজেলার চা-বাগান এলাকার একটি রিসোর্টের হলরুমে বোয়ালী ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ড ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর যৌথ আয়োজনে এক আলোচনা সভার হয়। সভা চলাকালীন সময়ে দুপুর ২টার দিকে যুবদলের স্থানীয় ডোনার হিসেবে পরিচিত এনামূল হক এমিল, রেজাউল হক রেজা এবং সাবেক ভিওআইপি ব্যবসায়ী মাসুদুল হক মাসুদের নেতৃত্বে ১৫/২০ জনের একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তাদের উপর অতর্কিতে হামলা চালায়। এসময় বোয়ালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং বোয়ালী ইউনিয়ন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর সভাপতি নজরুল ইসলাম সোহেল সরকার, ঢাকার ধানমন্ডি থানা আওয়ামী লীগের সদস্য হুমায়ুন কবির এবং রিসোর্টের ফ্রন্ট ডেস্কের ইনচার্জ বুলবুলসহ কয়েকজন মুক্তিযোদ্ধা আহত হয়। এদের মধ্যে গুরুতর আহত নজরুল ইসলাম সোহেল সরকার এবং হুমায়ুন কবিরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে মুক্তিযোদ্ধাদের সম্মিলিত প্রতিরোধের মুখে আক্রমনকারীরা পালিয়ে যায়।
মানববন্ধনে বক্তারা ঘটনার সুষ্ঠু তদন্ত পূর্বক হামলাকারী সন্ত্রাসীদেরকে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
মন্তব্য