মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪

সেকশন

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আজমত উল্লা খানের সাক্ষাৎ

Asad
প্রকাশ: ২৮ মে ২০২৩

ছবি : সংগৃহীত

গণবাণী ডট কম:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মো: আজমত উল্লা খান। গাজীপুর সিটি নির্বাচনে পরাজয়ের পর তিনি রোববার দুপুরে দলীয় সভানেত্রীর সাথে সাক্ষাত করলেন।

মো:আজমত উল্লা খান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতকালে প্রথানমন্ত্রীকে তার লেখা দুইটি বই উপহার দিয়েছেন। বই দুটির একটি হলো ২০২১ সালে প্রকাশিত ‘স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, রাজনীতির মহাকবি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ এবং অপরটি হলো ২০২২ সালে প্রকাশিত ‘বঙ্গবন্ধুর নেতৃত্বগুণ, আর্দশ ব্যক্তি ও জাতি গঠনে অনুস্মরণীয় দৃষ্টান্ত’। প্রতিটি বই প্রায় ৬০০পৃষ্ঠার।

আজমত উল্লা খান জানান,রাজনীতির মহাকবি স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বইটিতে বঙ্গবন্ধুর বংশ পরিচয়, কেন তিনি জাতির পিতা, বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণা, বঙ্গবন্ধুর ইসলামি মূল্যবোধ ও চেতনা, রাষ্ট্রভাষা আন্দোলন থেকে স্বাধীনতা আন্দোলনে শেখ মুজিবুর রহমান, শেখ মুজিবের রাজনৈতিক সংগ্রাম, শেখ মুজিব ঘোষিত ৬ দফা আন্দোলন, আগরতলা ষড়যন্ত্র মামলা ও শেখ মুজিবের রাজনৈতিক দূরদর্শিতা, ১৯৭০ সালের সাধারণ নির্বাচন আওয়ামী লীগের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন, বঙ্গবন্ধুর ডাকে অসহযোগ আন্দোলনে গাজীপুরসহ শিল্পনগরী টঙ্গীবাসীর ভূমিকা, বঙ্গবন্ধুর নেতৃত্বাধীন মুজিবনগর সরকার ও বাঙালির মুক্তি সংগ্রাম, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনসহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করা হয়।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বগুণ আদর্শ ব্যক্তি ও জাতি গঠনে অনুসরণীয় দৃষ্টান্ত বইটিতে বঙ্গবন্ধু : নেতা ও নেতৃত্বগুণের জীবন্ত কিংবদন্তি ব্যক্তিত্ব, শেখ মুজিবুর রহমানের দায়িত্ববোধ ও সংগ্রাম, সাংগঠনিক দক্ষতা, বঙ্গবন্ধুর নেতৃত্বগুণ থেকে রাজনৈতিক শিষ্টাচার ও শিক্ষা, শেখ মুজিবুর রহমানের সহনশীলতা ও দক্ষতা, বঙ্গবন্ধুর নেতৃত্বগুণের পরিচয় ও জাতি গঠনের প্রেরণা, বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রাম, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ, রাজনৈতিক দূরদর্শিতা ও জাতীয় নেতৃত্বের প্রতীক, ৭ মার্চের পরবর্তী ঘটনাপ্রবাহ, বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার প্রস্তুতি, ২৫ মার্চের মধ্যরাতেই বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণা নিয়ে আলোচনার পাশাপাশি বঙ্গবন্ধুর সম্পর্কে বিশ্বের বিখ্যাত ব্যক্তিদের উক্তি তুলে ধরা হয়।

ছবি : সংগৃহীত

উল্লেখ্য, আজমত উল্লা খান তার নির্বাচনী হলফ নামায় উল্লেখ করেছেন, তার লেখা এ দুটি বই থেকে বছরে এক লাখ টাকা আয় হয়।

আজমত উল্লা খান বলেন, তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে প্রায় আধা ঘন্টার মতো কথা হয়। এসময় প্রধানমন্ত্রী নির্বাচনে পরাজিত হওয়ায় তাকে স্বান্তনা দিয়ে দু:খ না পাওয়ার জন্য বলেছেন।

এসময় আজমত নির্বাচনে জামায়াত-বিএনপি’র বিভিন্ন কর্মকান্ডও নিয়ে কথা বলেছেন। অপরদিকে প্রধারমন্ত্রী সংগঠণকে শক্তিশালী করার জন্য এবং জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলকে কিভাবে আরো শক্তিশালী করা যায়, সেই ব্যাপারে পরামর্শ দিয়েছেন।

গত ২৫মে অনুষ্ঠিত গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচনে আজমত উল্লা খান আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ছিলেন। নির্বাচনে আজমত উল্লা খান সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুনের কাছে পরাজিত হয়েছেন।

নির্বাচনে জায়েদা খাতুন পেয়েছেন দুই লাখ ৩৮ হাজার ৯৩৪ ভোট। আর আজমত উল্লা খান পেয়েছেন দুই লাখ ২২ হাজার ৭৩৭ ভোট।

মন্তব্য

পঠিতসর্বশেষ

এলাকার খবর

Developed By: Dotsilicon