শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪ , ২১ অগ্রহায়ন ১৪৩১

সেকশন

 

গাজীপুরে পুলিশের উপর হামলার অভিযোগে ছয় বিএনপি নেতাকর্মী গ্রেফতার

Asad
প্রকাশ: ৬ নভেম্বর ২০২৩, ২১:০৩:৩৯ | পঠিত: ২৪৫

---

গণবাণী ডট কম :

গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় সোমবার ভোরে বিএনপির ডাকা অবরোধের সমর্থনে পিকেটিং করার সময় পুলিশ বাধা দিলে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করার ঘটনা ঘটে। পরে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার সেল নিক্ষেপ করে পিকেটিং কারীদেরকে ছত্রভঙ্গ করে দেয়। এসময় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ৬ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়।

সোমবার সন্ধ্যায় এসব তথ্য জানিয়েছেন জিএমপির বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইব্রাহিম হোসেন।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করার পর বিকালে তাদের ৭ দিনের রিমান্ড আবেদনসহ আদালতে পাঠানো হয়। বিজ্ঞ আদালত রিমান্ড পরে শুনানীর জন্য রেখে আসামীদের কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়।

গ্রেফতারকৃতরো হলো, গাজীপুর মহানগরীর বাসন থানা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম মনির, বাসন মেট্রো থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিলন হোসেন, যুবদল নেতা তারেক, মোশারফসহ ৬ জন। অপরজনের নাম জানা যায়নি।

জিএমপির বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইব্রাহিম হোসেন জানান, সোমবার ভোরে আমরা জানতে পারি. বিএনপির কতিপয় নেতাকর্মী মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় ঢাকা-ময়মসিংহ মহাসড়কে যান চলাচলে প্রতিবন্ধকতা ও নাশকতা সৃষ্টির চেষ্টা করছে। খবর পেয়ে পুলিশ দ্রুত সেখানে গিয়ে বিএনপির নেতাকর্মীদের বাধা দিলে তারা পুলিশকে লক্ষ করে ককটেল নিক্ষেপ করে। পরে পুলিশ ধাওয়া দিয়ে সেখান থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের ৬ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়।

তিনি আরো বলেন, ঘটনাস্থল থেকে একটি বিস্ফোরিত ও একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। ধৃত আসামীদের বিরুদ্ধে বাসন থানায় পুলিশ বাদী হয়ে পুলিশের কাজে বাধাদান, পুলিশের উপর হামলা ও নাশকতা সৃষ্টির অভিযোগে বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।এ ঘটনায় জড়িত পলাতক অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সুরুজ আহমেদ সাংবাদিকদের জানান, সোমবার ভোরে চান্দনা এলাকায় বাসন থানা বিএনপির পক্ষ থেকে পিকেটিং করার প্রস্তুতির সময় পুলিশ গিয়ে সাউন্ড গ্রেণেড ও টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় ৬ নেতাকমীকে গ্রেফতার করেছে।

তিনি আরো জানান, এসময় ২৫/৩০ জন নেতা কর্মী আহত হয়।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon
শিরোনাম:   আজমির শরিফসহ ১০টিরও বেশি মসজিদ নিয়ে ভারতীয়দের ষড়যন্ত্র ধর্ম-বর্ণ ও মতের পার্থক্য থাকলেও আমরা একই পরিবারের সদস্য : ড. ইউনূস গাজীপুরের প্রবীণ সাংবাদিক নজরুল ইসলাম বাদামীর ইন্তেকাল দেশের জন্য ক্ষতিকর চুক্তি বাতিলের দাবি করা হয়েছে : আসিফ নজরুল গণঅভ্যুত্থান নস্যাৎ করার যড়যন্ত্র একজোট হয়ে রুখতে হবে : প্রধান উপদেষ্টা ভারত আগ্রাসী হলে আমরাও বাংলা বিহার উড়িষ্যা দাবি করবো: রিজভী ভারতের উচিত দ্ব্যর্থহীনভাবে জুলাই অভ্যুত্থানকে স্বীকৃতি দেয়া: মাহফুজ আলম জাতীয় ঐক্যের গড়তে নেতৃবৃন্দের সাথে বসবেন প্রধান উপদেষ্টা এক বিজয় করেছো, আরেক বিজয় আসবে : সমন্বয়কদের প্রধান উপদেষ্টা দক্ষিণ কোরিয়াতে সামরিক শাসন জারি করেছেন প্রেসিডেন্ট