রবিবার, ১৬ মার্চ ২০২৫ , ১ চৈত্র ১৪৩১

সেকশন

 

কাপাসিয়ায় কৃষি উদ্যোক্তা দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

Asad
প্রকাশ: ৩ মে ২০২৪, ১৯:৪২:২৯ | পঠিত: ১৯৯

---

নিজস্ব প্রতিবেদক, কাপাসিয়া (গাজীপুর):

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় কৃষি উদ্যোক্তা দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি এমপি।

কৃষিতে সমৃদ্ধি অর্জনের লক্ষে বেসরকারী ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি) ‘কৃষির সমৃদ্ধিতে ইউসিবি কৃষি উদ্যোক্তা দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ’ কর্মসুচী বাস্তবায়ন করছে। শুক্রবার বিকালে উপজেলার সদর ইউনিয়নের বরুন উচ্চ বিদ্যালয় মিলনায়তনে প্রশিক্ষণের আয়োজন করা হয়।

প্রশিক্ষণ অনুষ্ঠানে বিটিভির কৃষি তথ্য বিষয়ক অনুষ্ঠান মাটি ও মানুষের উপস্থাপক রেজাউল করিম সিদ্দিকের উপস্থাপনায় অন্যান্য অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবুল আলম ফেরদৌস ও এটিএম তাহমিদুজ্জামান, কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মাজহারুল ইসলাম সেলিম, উপজেলা কৃষি কর্মকর্তা সুমন কুমার বসাক।

অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি এমপি বলেন, কৃষিতে যেই দেশ যত উন্নত, সেই দেশ পৃথিবীতে সবচেয়ে বেশি শক্তিশালী। কারণ সেই দেশে খাবারের নিশ্চয়তা থাকে। আর যে দেশের খাবারের নিশ্চয়তা থাকে, সেই দেশ তখনই অন্যদিকের উন্নত হওয়ার চিন্তা করে। আমি যদি উন্নত হই তাহলে দেশ উন্নত হবে এই জন্য আমাদের কৃষির উপর সবচেয়ে বেশি জোর দিতে হবে। আমাদের যেকোনো উপায়ে কৃষিতে মনোযোগী হতে হবে। যেকোনো উপায়ে কৃষিতে সমৃদ্ধ তৈরি করতে হবে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon
শিরোনাম:   বাংলাদেশের মানুষের স্বার্থে জাতীয় সংলাপ করতে প্রস্তুত জাতিসংঘ : গুতেরেস কালিয়াকৈরে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ৩ রোহিঙ্গাদের সহায়তায় বিশ্ববাসীকে এগিয়ে আসার আহ্বান জাতিসংঘ মহাসচিবের গাজীপুরে অভিযানকালে পুলিশকে ছুরিকাঘাত, গ্রেফতার ৩ প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে কক্সবাজার পৌঁছেছেন বাংলাদেশের গুরুত্বপূর্ণ সংস্কারে পাশে থাকবে জাতিসংঘ : গুতেরেস বিএনপির ৩১ দফা দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের সনদ: এম মঞ্জুরুল করিম রনি প্রধান উপদেষ্টা ২৬ মার্চ চীন সফরে যাবেন : পররাষ্ট্র মন্ত্রণালয় সাবেক প্রতিমন্ত্রী চুমকি ও তার স্বামীর বিরুদ্ধে দুদকের মামলা ঢাকায় এসেছেন জাতিসংঘের মহাসচিব