গণবাণী ডট কম:
বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংষদ নির্বাচনের আগে ও পরে নানা কারণে আলোচিত বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের বিদায় নেবার সময় হয়েছে। বাংলাদেশে যুক্তরাষ্ট্রের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে পেশাদার কূটনীতিক ডেভিড স্লেইটন মিলকে মনোনীত করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন বৃহস্পতিবার (৯ মে) কয়েকটি গুরুত্বপূর্ণ পদে মনোনয়ন দিয়েছেন। তার মধ্যে অন্যতম হচ্ছে, বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসাবে ডেভিড স্লেইটন মিলের মনোনয়ন। হোয়াইট হাউসের ঘোষণায় মিলকে বাংলাদেশে পাঠাতে প্রেসিডেন্ট জো বাইডেনের অভিপ্রায়ের বিষয়টি স্পষ্ট করা হয়েছে।
ডেভিড মিল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একজন উর্ধ্বতন কর্মকর্তা যিনি বর্তমানে চীনের যুক্তরাষ্ট্র দূতাবাসে ডেপুটি চিফ অফ মিশন পদে কর্মরত রয়েছেন।
মিনিস্টার কাউন্সেলার পদের এই কর্মকর্তা চীনেই অস্থায়ী ভাবে চার্জ দ্য অ্যাফেয়ার্স পদে দায়িত্ব পালন করেছেন।
এই পদে যোগ দেয়ার আগে তিনি পররাষ্ট্র দপ্তরের ব্যুরো অফ ইকনমিক এন্ড বিজনেস অ্যাফেয়ার্সের বানিজ্য নীতি ও আলোচনা বিষয়ক ডেপুটি অ্যাসিস্টেন্ট সেক্রেটারি পদে কর্মরত ছিলেন।
তার আগে তিনি ব্যুরোর স্যাংশান পলিসি এন্ড ইমপ্লিমেন্টেশান বিষয়ক ডিরেক্টর হিসেবে কাজ করেছেন।
ভার্জনিয়িা নিবাসী মিল ন্যশনাল ডিফেন্স ইউনিভার্সিটির আইসেনহাওয়ার স্কুল থেকে এম এস এবং টুলেন ইউনিভার্সিটি থেকে এমবিএ করেন।
তিনি ডেপুটি চিফ অফ মিশন হিসেবে অসাধারণ ভূমিকা পালনের জন্য বেকার-উইলকিন্স পুরস্কার পান। তিনি চীনা, ইউক্রেনীয় ও ফরাসি ভাষাও শিখেছেন।
রীতি অনুযায়ী মিল এর নিয়োগ নিয়ে মার্কিন কংগ্রেসে শুনানী হবে এবং সিনেটের চূড়ান্ত অনুমোদন নিতে হবে। পরে বিষয়টি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সরকারকে জানানো হবে। বাংলাদেশের তরফে প্রস্তাবিত রাষ্ট্রদূতকে গ্রহণে অনাপত্তি প্রদান করা হলে ডেভিড মিল বর্তমান রাষ্ট্রদূত পিটার হাসের স্থলাভিষিক্ত হবেন।
এর আগে প্রেসিডেন্ট বাইডেন পিটার হাসকে ২০২১ সালের ৯ই জুলাই ঢাকায় রাষ্ট্রদূত হিসেবে পাঠানোর ঘোষণা দেন। পরে মার্কিন কংগ্রেসে শুনানি এবং সিনেটের চূড়ান্ত অনুমোদন নিয়ে ২০২২ সালের জানুয়ারিতে প্রায় ৬ মাসের দীর্ঘ প্রক্রিয়া শেষে ঢাকায় আসেন পিটার হাস।
সে হিসাবে বাংলাদেশে আলোচিত রাষ্ট্রদূত পিটার হাস মার্কিন রাষ্ট্রদূত হিসাবে ঢাকায় আরো ৬ মাস থাকবেন।
উল্লেখ্য যে, ঢাকায় মার্শা বার্নিকাট যখন রাষ্ট্রদূত থাকাকালে ডেভিড মিল ডেপুটি চিফ অব মিশনের দায়িত্ব পালন করেন। ডেভিট মিল একজন চীনা বিশেষজ্ঞ হিসেবে তার বিশেষ সুনাম রয়েছে।
খবর: ভয়েস অব আমেরিকা ও অন্যান্য সূত্র।
মন্তব্য