গণবাণী ডট কম:
গাজীপুর মহানগরীর শিববাড়ি এলাকায় দীর্ঘদিন ধরে বেদখল হয়ে থাকা কোটি টাকা মূল্যের সরকারি পুকুরের জমি উদ্ধার করেছে জেলা প্রশাসন। রোববার বিকালে উদ্ধার অভিযান পরিচালনা করেন গাজীপুর সদরের সহকারী কমিশনার (ভূমি) রোকসানা খাইরুন নেসা।
অভিযানে মহানগরীর ঐতিহ্যবাহী শিববাড়ী সরকারি পুকুর পাড়ে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার হাসিবুর রহমান জানান, গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামের নির্দেশনায় মহানগরীর জয়দেবপুর মৌজার শিববাড়ী পুকুর পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। রোববার (১২ মে) গাজীপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকসানা খাইরুন্ নেসার নেতৃত্ব উচ্ছেদ কালে পুকুরের পাড়ে অবৈধভাবে গড়ে ওঠা দুটি দোকান ও দুটি বসতবাড়ির কিছু অংশ উচ্ছেদ করা হয়। উদ্ধারকৃত মোট জমির পরিমান প্রায় ২.৭৫ শতাংশ।
মন্তব্য