গণবাণী ডট কম:
গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলায় ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ এর ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদান কর্মশালা সোমবার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম।
প্রশিক্ষণ কর্মশালায় কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার কাউছার আহাম্মেদ সভাপতিত্ব করেন। কর্মশালায় আরো উপস্থিত ছিলেন, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং অফিসার মোঃ মামুনুল করিম, জেলা নির্বাচন কর্মকর্তা এ এইচ এম কামরুল ইসলাম, কালিয়াকৈরের সহকারী কমিশনার (ভূমি) রজত বিশ্বাস, কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফএম নাসিম প্রমুখ।
অনুষ্ঠানে জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম, ভোটগ্রহণ কর্মকর্তাদের উপজেলা পরিষদ নির্বাচনকে সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করতে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বের সাথে কাজ করার আহবান জানান।
মন্তব্য