গণবাণী ডট কম:
গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ এর ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদান কর্মশালা বুধবার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম।
প্রশিক্ষণ কর্মশালায় শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার শোভন রাংসা সভাপতিত্ব করেন। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং অফিসার মোঃ মামুনুল করিম, জেলা নির্বাচন কর্মকর্তা এ এইচ এম কামরুল ইসলাম উপস্থিত ছিলেন। এতে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকবর আলী খানসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি প্রথম ধাপের উপজেলা নির্বাচনের মতো দ্বিতীয় ধাপেও একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন আয়োজনে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। তিনি প্রিজাইডিং অফিসারদেরকে উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করতে সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সাথে কাজ করার আহবান জানান।
এসময় তিনি আরো বলেন, নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের পক্ষ থেকে সবধরণের প্রস্তুতি নেয়া হয়েছে।
মন্তব্য