শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫ , ১১ মাঘ ১৪৩১

সেকশন

 

শ্রীপুরে চেয়ারম্যান প্রার্থীর প্রচারণার মাইক্রোবাস চাপায় শিশু নিহত

Asad
প্রকাশ: ১৫ মে ২০২৪, ২০:২৮:৪১ | পঠিত: ১৩১

---

গণবাণী ডট কম:

দ্বিতীয় ধাপে অনুষ্ঠিতব্য গাজীপুরের শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আব্দুল জলিলের পক্ষে নির্বাচনী প্রচারণা চালানোর সময় মাইক্রোবাসের চাপায় এক শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে, নিহত শিশুটির স্বজনরা গাড়ী চাঁপায় মৃত্যুর কথা স্বীকার করলেও গাড়ীর মালিকের পরিচয় বা কোন অভিযোগ জানাতে রাজি হয়নি।

বুধবার পৌনে ১১টার দিকে গাজীপুরের শ্রীপুর থানাধীন মুলাইদ এলাকার শফিকের মোড়ে মজিবুরের বাড়ীর সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম ইয়াসিন (৪)। সে গাজীপুর মহানগরীর ২৩ নং ওয়ার্ডের হাতিয়াব এলাকার কাতার প্রবাসী জহিরুল ইসলামের ছেলে। শিশুটি তার মায়ের সাথে শ্রীপুর উপজেলার মূলাইদ গ্রামের নানার বাড়ীতে বেড়াতে গিয়েছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের নির্বাচনে শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী, সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুল জলিলের স্বজনরা নির্বাচনী প্রচারে অংশ নিতে একটি হায়েস গাড়িযোগে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে যাচ্ছিলেন। পথে শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ (শফিক মোড়) শ্রমিক লীগ নেতা মজিবুরের বাড়ীর সামনে পাকা রাস্তার উপর পৌছালে হঠাৎ করে ওই শিশুটি হায়েস গাড়ির সামনে চলে আসে। এসময় চালক দ্রুত ব্রেক করে গাড়িটি থামানোর চেষ্টা করেন। কিন্তু পুরোপুরি নিয়ন্ত্রণ করতে না পারায় গাড়িটি শিশুটিকে চাপা দেয়। এতে শিশুটি গাড়ি চাপায় গুরুতর আহত হয়। পরে তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য মাওনা চৌরাস্তায় আলহেরা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওখানে অবস্থা গুরুতর হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করে।

---

স্থানীয় সূত্র আরো জানায়, দুর্ঘটনার পর দ্রুত বিষয়টি নিয়ে নিহতের পরিবারের সাথে আব্দুল জলিলের পক্ষ থেকে সমঝোতা করা হয়।

এ বিষয়ে শিশুটির মামা ও যুবদল নেতা আব্দুর রাহিম জানান, শিশুটি তার মায়ের সাথে নানা বাড়ীতে বেড়াতে এসেছিল। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে হঠাৎ করে সে বাড়ীর পাশের সড়কে ওঠে আসলে একটি গাড়ীর চাঁপায় সে মারা যায়। তিনি বলেন, এটি একটি দুর্ঘটনা। গাড়ীর কোন নাম্বার পাওয়া গেছে কি না বা গাড়ীর মালিক কে জানতে চাইলে তিনি বলেন, আমরা জানার চেষ্টা করছি। এ বিষয়ে আমাদের কোন অভিযোগ নেই।

এ বিষয়ে শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আব্দুল জলিল বলেন, আমার গাড়ীর আজকে কোন দুর্ঘটনা ঘটেনি। দুর্ঘটনায় শিশু মৃত্যুর কোন ঘটনায় আমার গাড়ী জড়িত নয়।  এসব আমার বিরুদ্ধে মিথ্যা প্রচারণা।

শ্রীপুর থানার পরিদর্শক (অপারেশন) সোহেল রানা বলেন, বিষয়টি আমার জানা নেই। এ বিষয়ে থানা পুলিশকে কেউ অবহিত করেনি।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon
শিরোনাম:   কাপাসিয়ায় তারাগঞ্জ বাজার জামায়াতের কার্যালয় উদ্বোধন কারখানা খোলার দাবিতে আন্দোলন: গ্রামীণ ফেব্রিকস, যানবাহনে আগুন দিল বেক্সিমকোর শ্রমিকেরা লন্ডনে ‘ওয়ান স্টপ সার্ভিসে’বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলবে সুইজারল্যান্ডে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা গাজীপুরে বিএনপির উদ্যোগে জিয়াউর রহমানের জন্মদিন পালন কাপাসিয়ায় তিন ব্যবসায়িকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা হোয়াইট হাউজে ট্রাম্পের ঐতিহাসিক প্রত্যাবর্তন আজ জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী আজ বিয়ে করলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ গাজীপুর মহানগর আওয়ামী লীগ নেতা মামুন মণ্ডল গ্রেফতার