নিজস্ব প্রতিবেদক, কাপাসিয়া (গাজীপুর):
গাজীপুরের কাপাসিয়া সদরের ক্যামব্রিজ ল্যাবরেটরি স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি ও শিক্ষক মোঃ মিজানুর রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। রোববার সকালে স্কুলের সামনে ঢাকা-কাপাসিয়া-রাণীগঞ্জ আঞ্চলিক সড়কের সামনে মানববন্ধন আয়োজন করা হয়।
মানবন্ধনে স্কুলের বর্তমান ও সাবেক শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী অংশ গ্রহণকরেন। এসময় মানববন্ধনে অংশগ্রহণকারীরা অপপ্রচারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
মানববন্ধনে বক্তারা জানান,ওই স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি ও শিক্ষক মিজানুর রহমানের বিরুদ্ধে এক ছাত্রীর গায়ে হাত দেওয়ার অভিযোগ এনে গত ১৫ মে একটি বেসরকারি টিভি চ্যানেলে একটি মিথ্যা প্রতিবেদন প্রচার করা হয়েছে। যেখানে গত প্রায় দেড় বছর আগে গাজীপুর সদরের একটি কোচিং সেন্টারের এক ছাত্রীর মা তার মেয়ের শরীরে ওই শিক্ষক হাত দিয়েছেন বলে অভিযোগ করেছেন। ওই প্রতিবেদক অভিযুক্ত মিজানুর রহমানের কিংবা ওই স্কুরের ছাত্র ছাত্রী বা অভিভাবকদের কোনো বক্তব্য না নিয়ে মনগড়া বক্তব্য দিয়ে প্রতিবেদন তৈরি করে তার সুনাম নষ্ট করেছেন। তাছাড়া একটি কুচক্রী মহল ওই প্রতিবেদনটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে সামাজিকভাবে তাকে হেয় করার চেষ্টা করছে। তাই অবিলম্বে এ মিথ্যা ও বানোয়াট ঘটনা সাজিয়ে অপপ্রচারকারীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানানো হয়।
মানববন্ধনে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, সাবেক শিক্ষিকা ও ইউপি সদস্য শাহিনা সুলতানা, বিউটি রাণী, কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির নেতা মোঃ হারুনুর রশিদ প্রমুখ।
মন্তব্য