গণবাণী ডট কম:
গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানাধীন জরুন এলাকায় রোববার (১৯ মে) দুপুরে ইসলাম গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেড পোশাক কারখানার ১০ তলার ভবনের ছাদের কেন্টিন থেকে পড়ে এক নারী পোশাক কর্মীর মৃত্যু হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
নিহত নারী পোশাক কর্মীল নাম নীলা খাতুন (৩০)। তিনি সিরাজগঞ্জ জেলার কাজিপুর থানার মানিকদাইড় এলাকার লিটন মল্লিকের মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নীলা খাতুন গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানাধীন জরুন এলাকায় ভাড়া বাসায় থেকে স্থানীয় গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানায় ওভেন সেকশনে জুনিয়র পলিম্যান হিসেবে কাজ করতেন। রোববার দুপুরে তিনি ওই কারখানার ১০ তলার ছাদে অন্যদের সাথে খেতে যান। সেখান থেকে হঠাৎ করে তিনি নীচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে এবং পরে উন্নত চিকিৎসার জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আশরাফ উদ্দিন জানান, কারখানার ১০ তলা ভবনের ছাদে খাবারের কেন্টিন রয়েছে। দুপুরে কেন্টিনে অন্য অনেকের সাথে তিনিও সম্ভবত খেতে যান। অন্যরা যখন খাওয়া নিয়ে ব্যষ্ত তখন ঐ পোশাক কর্মী দৌড়ে ছাদ থেকে নীচে লাফিয়ে পড়েন। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা মনে করা হচ্ছে। ময়না তদন্ত প্রতিবেদন পাওয়া গেলে প্রকৃত কারণ জানা যাবে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মন্তব্য