শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪ , ২১ অগ্রহায়ন ১৪৩১

সেকশন

 

গাজীপুরে কারখানার ছাদের কেন্টিন থেকে লাফিয়ে পড়ে শ্রমিকের মৃত্যু

Asad
প্রকাশ: ১৯ মে ২০২৪, ২০:১১:২১ | পঠিত: ৮৪

---

গণবাণী ডট কম:

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানাধীন জরুন এলাকায় রোববার (১৯ মে) দুপুরে ইসলাম গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেড পোশাক কারখানার ১০ তলার ভবনের ছাদের কেন্টিন থেকে পড়ে এক নারী পোশাক কর্মীর মৃত্যু হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিহত নারী পোশাক কর্মীল নাম নীলা খাতুন (৩০)। তিনি সিরাজগঞ্জ জেলার কাজিপুর থানার মানিকদাইড় এলাকার লিটন মল্লিকের মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নীলা খাতুন গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানাধীন জরুন এলাকায় ভাড়া বাসায় থেকে স্থানীয় গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানায় ওভেন সেকশনে জুনিয়র পলিম্যান হিসেবে কাজ করতেন। রোববার দুপুরে তিনি ওই কারখানার ১০ তলার ছাদে অন্যদের সাথে খেতে যান। সেখান থেকে হঠাৎ করে তিনি নীচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে এবং পরে উন্নত চিকিৎসার জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আশরাফ উদ্দিন জানান, কারখানার ১০ তলা ভবনের ছাদে খাবারের কেন্টিন রয়েছে। দুপুরে কেন্টিনে অন্য অনেকের সাথে তিনিও সম্ভবত খেতে যান। অন্যরা যখন খাওয়া নিয়ে ব্যষ্ত তখন ঐ পোশাক কর্মী দৌড়ে ছাদ থেকে নীচে লাফিয়ে পড়েন। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা মনে করা হচ্ছে। ময়না তদন্ত প্রতিবেদন পাওয়া গেলে প্রকৃত কারণ জানা যাবে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon
শিরোনাম:   আজমির শরিফসহ ১০টিরও বেশি মসজিদ নিয়ে ভারতীয়দের ষড়যন্ত্র ধর্ম-বর্ণ ও মতের পার্থক্য থাকলেও আমরা একই পরিবারের সদস্য : ড. ইউনূস গাজীপুরের প্রবীণ সাংবাদিক নজরুল ইসলাম বাদামীর ইন্তেকাল দেশের জন্য ক্ষতিকর চুক্তি বাতিলের দাবি করা হয়েছে : আসিফ নজরুল গণঅভ্যুত্থান নস্যাৎ করার যড়যন্ত্র একজোট হয়ে রুখতে হবে : প্রধান উপদেষ্টা ভারত আগ্রাসী হলে আমরাও বাংলা বিহার উড়িষ্যা দাবি করবো: রিজভী ভারতের উচিত দ্ব্যর্থহীনভাবে জুলাই অভ্যুত্থানকে স্বীকৃতি দেয়া: মাহফুজ আলম জাতীয় ঐক্যের গড়তে নেতৃবৃন্দের সাথে বসবেন প্রধান উপদেষ্টা এক বিজয় করেছো, আরেক বিজয় আসবে : সমন্বয়কদের প্রধান উপদেষ্টা দক্ষিণ কোরিয়াতে সামরিক শাসন জারি করেছেন প্রেসিডেন্ট