শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫ , ১১ মাঘ ১৪৩১

সেকশন

 

শ্রীপুরে চেয়ারম্যান হলেন জামিল হাসান দুর্জয়

Asad
প্রকাশ: ২২ মে ২০২৪, ০১:৪২:২৪ | পঠিত: ২৮৬

---

গণবাণী ডট কম:

গাজীপুরের শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন জামিল হাসান দুর্জয়। মঙ্গলবার রাত একটার দিকে এ ফলাফল ঘোষণা করেছেন, নির্বাচনের সহকারী রিটার্ণিং কর্মকর্তা ও শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভন রাংসা।

এর আগে মঙ্গলবার সকাল থেকে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ১৪৮টি ভোট কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ভোট গ্রহণ শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়।

ঘোষিত ফলাফল অনুযায়ী, শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জামিল হাসান দুর্জয় ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ৭০ হাজার ১৫৬ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটম প্রতিদ্বন্দী, মো: আব্দুল জলিল আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৬৩ হাজার ৫৩২ ভোট।

জামিল হাসান দুর্জয় প্রয়াত আওয়ামী লীগ নেতা এড. রহমত আলীর ছেলে এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী টুসির বড় ভাই। নির্বাচনে আচরণ বিধি ভঙ্গের কারণে নির্বাচন কমিশন তার মনোনয়ন বাতিল করার পর তিনি প্রচার শেষ হওয়ার দিন উচ্চ আদালত থেকে প্রার্থীতা ফিরে পান। তারপর তিনি কোন প্রচারণায় অংশ নিতে পারেননি।

---

ঘোষিত ফলাফল অনুযায়ী,শ্রীপুর উপজেলা  পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন নাসির মোড়ল। তিনি বই প্রতীক নিয়ে পেয়েছেন ৬৪ হাজার ৫৩ ভোট। তার নিকটম প্রতিদ্বন্দী মো: আহসান উল্লাহ উড়োজাহাজ প্রতীক নিয়ে পেয়েছেন ২৩ হাজার ৭৩৫ ভোট।

ঘোষিত ফলাফল অনুযায়ী, শ্রীপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সানজিদা রহমান। তিনি সেলাই মেশিন প্রতীক নিয়ে পেয়েছেন ২৩ হাজার ৯২৪ ভোট। তার নিকটম প্রতিদ্বন্দী হালিমা খাতুন কলস প্রতীক নিয়ে পেয়েছেন ১৪ হাজার ৮১৮ ভোট।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon
শিরোনাম:   কাপাসিয়ায় তারাগঞ্জ বাজার জামায়াতের কার্যালয় উদ্বোধন কারখানা খোলার দাবিতে আন্দোলন: গ্রামীণ ফেব্রিকস, যানবাহনে আগুন দিল বেক্সিমকোর শ্রমিকেরা লন্ডনে ‘ওয়ান স্টপ সার্ভিসে’বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলবে সুইজারল্যান্ডে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা গাজীপুরে বিএনপির উদ্যোগে জিয়াউর রহমানের জন্মদিন পালন কাপাসিয়ায় তিন ব্যবসায়িকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা হোয়াইট হাউজে ট্রাম্পের ঐতিহাসিক প্রত্যাবর্তন আজ জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী আজ বিয়ে করলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ গাজীপুর মহানগর আওয়ামী লীগ নেতা মামুন মণ্ডল গ্রেফতার