রবিবার, ১৬ মার্চ ২০২৫ , ২ চৈত্র ১৪৩১

সেকশন

 

গাজীপুরে ৩ আগ্নেয়াস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার

Asad
প্রকাশ: ২৯ মে ২০২৪, ১৭:৫৬:৪৮ | পঠিত: ১৩৭

---

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুর মহানগরীর কাশিমপুর লোহাকৈর এলাকায় ডাকাতি প্রস্তুতির সময় ৩ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১টি বিদেশী পিস্তল, ২টি বিদেশী রিভলবার, হাইড্রলিক কাটার, গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

গত মঙ্গলবার দিবাগত রাত ৮টার দিকে গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন লোহাকৈর সাকিনস্থ লোহাকৈর-লস্করচালা রাস্তা রাস্তার পাশে বনের ভিতর থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। বুধবার বিকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন, গাজীপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ-উত্তর) আবু তোরাব মোঃ শামছুর রহমান।

গ্রেফতার আসামীরা হলো, পাবনার সুজানগর থানার রায়পুর ক্ষেতুপাড়া এলাকার মৃত খবির উদ্দিনের ছেলে মনির মোল্লা (৩৮), বগুড়ার গাবতলী থানার মাঝিপাড়া এলাকার মৃত লৈমুদ্দিনের ছেলে মোঃ বাদশা প্রমানিক (৪১) ও গাইবান্ধার সাদুল্লাপুর থানার রাঘবিন্দুরপুর এলাকার মৃত মহির উদ্দিনের ছেলে মোঃ রাশেদুল ওরফে আল আমিন (৪২)।

---

তিনি আরো জানান,২৮ মে মঙ্গলবার রাত ৮টার গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন লোহাকৈর সাকিনস্থ লোহাকৈর-লস্করচালা রাস্তা রাস্তার পাশে বনের ভিতর কতিপয় ডাকাত বিভিন্ন অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ। ডাকাতরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ধাওয়া দিয়ে ৩ জনকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ১টি বিদেশী পিস্তল, ২টি বিদেশী রিভলবার, হাইড্রলিক কাটার, গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করে জব্দ করা হয়েছে।

তিনি আরো জানান, গ্রেফতার আসামীদের জিজ্ঞাসাবাদে জানায় তারা গাজীপুর, বগুড়া, মানিকগঞ্জ, পাবনা সহ বিভিন্ন জেলায় ও থানা এলাকায় বাসা বাড়ীতে ডাকাতি করে থাকে। তাদের মধ্যে মনিরের নামে বিরুদ্ধে বিভিন্ন ১০টি মামলা, বাদশা প্রমাণিকের নামে ৩টি ও আল আমিনের নামে ২টি মামলা রয়েছে।

---

পুলিশ কর্মকর্তা আরো জানান, এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কাশিমপুর থানায় ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে আরো উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার শাহাদাত হোসেন সুমা, সহকারি পুলিশ কমিশনার (এসি-কোনাবাড়ী জোন) মোঃ আমির হোসেন, কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সানোয়ার জাহান প্রমুখ।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon
শিরোনাম:   বাংলাদেশের মানুষের স্বার্থে জাতীয় সংলাপ করতে প্রস্তুত জাতিসংঘ : গুতেরেস কালিয়াকৈরে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ৩ রোহিঙ্গাদের সহায়তায় বিশ্ববাসীকে এগিয়ে আসার আহ্বান জাতিসংঘ মহাসচিবের গাজীপুরে অভিযানকালে পুলিশকে ছুরিকাঘাত, গ্রেফতার ৩ প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে কক্সবাজার পৌঁছেছেন বাংলাদেশের গুরুত্বপূর্ণ সংস্কারে পাশে থাকবে জাতিসংঘ : গুতেরেস বিএনপির ৩১ দফা দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের সনদ: এম মঞ্জুরুল করিম রনি প্রধান উপদেষ্টা ২৬ মার্চ চীন সফরে যাবেন : পররাষ্ট্র মন্ত্রণালয় সাবেক প্রতিমন্ত্রী চুমকি ও তার স্বামীর বিরুদ্ধে দুদকের মামলা ঢাকায় এসেছেন জাতিসংঘের মহাসচিব