শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫ , ২ ফাল্গুন ১৪৩১

সেকশন

 

কাপাসিয়ায় তিন পেট্রোল পাম্প মালিককে জরিমানা

Asad
প্রকাশ: ২৯ মে ২০২৪, ১৮:০৯:৩৮ | পঠিত: ২২৮

---

নিজস্ব প্রতিবেদক, কাপাসিয়া (গাজীপুর):

পরিমাপে কম দেয়ায় গাজীপুরের কাপাসিয়া উপজেলা সদরে অবস্থিত তিনটি ফিলিং স্টেশনের মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম লুৎফর রহমান।

জানা যায়, বুধবার (২৯ মে) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পারিচালিত হয়। অভিযানে ঢাকা-কাপাসিয়া সড়কে নতুন বাজার (জঙ্গলবাড়ি) এলাকায় দ্বীন ফিলিং স্টেশন মালিককে ১ লাখ টাকা, জামিরার চর এলাকার অবস্থিত মেহেরুন্নেছা ফিলিং স্টেশন মালিক ৩০ হাজার টাকা ও নেমো ফিলিং স্টেশন মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করে। তিনটি ফিলিং স্টেশন মালিক কে মোট ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম লুৎফর রহমান বলেন, ‘ওই পাম্প গুলোর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ছিল। অভিযানের সময় তেলের মিটার চেক করা হয়। ৫ লিটার তেল নিয়ে তা অন্য পরিমাপক যন্ত্র দিয়ে পরিমাপ করা হয়। পরিমাপ শেষে দেখা যায়, প্রতি লিটার জ্বালানিতে প্রায় ১৩০ মিলিলিটার তেল কম দেওয়া হচ্ছে। কারচুপি এমনভাবে করা হয়েছে যা সাধারণ ক্রেতারা সহজে অনুমান করতে পারে না। ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০০৮ এর ২৯ ধারায় তাদের সতর্ক ও জ্বালা নিতেন পরিমাপ করার মিটার ঠিক করতে বলা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় বিএসটিআই গাজীপুর আঞ্চলিক অফিসের সিনিয়র এক্সজামিনার কামরুল পলাশ ও ইন্সপেক্টর মেট্রোলজি আবিদ হাসনাত এবং কাপাসিয়া থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon