সোমবার, ১৬ জুন ২০২৫ , ২ আষাঢ় ১৪৩২

সেকশন

 

গাজীপুর আইনজীবী সমিতির নির্বাচনে ১২পদে বিএনপি ও ১০ পদে আওয়ামী পন্থীদের জয়

Asad
প্রকাশ: ৩১ মে ২০২৪, ২০:১৬:৩৩ | পঠিত: ৯১

---

গণবাণী ডট কম:

গাজীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিপন্থী প্যানেল আওয়ামী পন্থী প্যানেলের চেয়ে বেশী পদে জয়লাভ করেছে। শুক্রবার দুপুর সাড়ে ১২টায় নির্বাচনী ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মো: আছলাম হোসেন।

এর আগে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উত্তেজনা, উৎসাহ ও উদ্দীপনার মধ্যদিয়ে উৎসবমুখর পরিবেশে গাজীপুর জেলা আইনজীবী সমিতি নির্বাচন ২০২৪—২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

গাজীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ২২টি পদের মধ্যে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত প্যানেল থেকে সাধারণ সম্পাদকসহ ১২টি পদে এবং বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত প্যানেল থেকে সভাপতিসহ ১০টি পদে বিজয়ী হয়েছেন।

নির্বাচনে সভাপতি পদে আওয়ামী সমর্থিত এ্যাডভোকেট রফিক উদ্দিন আহমেদ পেয়েছেন ১০১০ ভোট, তার নিকতম প্রতিদ্বন্দ্বী এ্যাড. মো. সহিদুজ্জামান পেয়েছেন ৮০১ ভোট। সাধারণ সম্পাদক পদে ১২৬৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এ্যাডভোকেট মো. বারীউল সিদ্দিকী পেয়েছেন ৫৪২ ভোট।

অন্যান্য পদে বিজয়ীরা হলেন, সহ সভাপতি পদে এ্যাডভোকেট হাসিনা আক্তার জাহান বীথি (১০১৬ ভোট), মোহাম্মদ দিলেমার ইসলাম (৯৩৯ ভোট), সহ-সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলাম (৮৮৯ ভোট), কোষাধ্যক্ষ মোহাম্মদ রাশেদ খান সোহেল (১০৩০ ভোট), লাইব্রেরী সম্পাদক মো. সবুজ মিয়া (৯২২ ভোট), অডিটর মো. আল আমিন হোসেন (৯৫৭ ভোট), সাংস্কৃতিক সম্পাদক উসমান গণি টিটু (৮৯৩ ভোট), ক্রীড়া সম্পাদক মো. বেনজীর আহমেদ (৯৬০ ভোট), মহিলা সম্পাদিকা জিন্নাত ফেরদৌস রত্না (৮৯৯ ভোট)।

এছাড়াও সদস্য পদে নাজমুল হাসান (কামরুল), মো. মাকসুদুর রহমান ভূঁইয়া (মাসুদ), আব্দুল্লাহ আল মামুন, মো. আল আমিন, মো. লুৎফর রহমান প্রধান, আশিক ইবনে মানিক (নাবিল), রেবেকা সুলতানা, মো. সোহেল রানা, রফিকুল ইসলাম রফিক, সেলিনা ইয়াসমিন, শেখ নাহিদ ফারহানা নির্বাচিত হয়েছেন।

সদ্য বিজয়ী সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম বলেন, আমার অবস্থান সব সময় অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে। গত কমিটি যে অনিয়ম ও দুর্নীতি করেছে, একটি মামলা হয়েছে ১ কোটি ৯৪ লাখ টাকার সেটি উদ্ধার ও মামলা পরিচালনায় আমি নিজেকে নিয়োজিত করবো। স্বচ্ছতা আনার জন্য আইনজীবীদের উকালত বিল, বেলবন্ট বিক্রির টাকার সঠিক ব্যবহারের বিষয়টির প্রতি গুরুত্ব দিবো।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon
শিরোনাম:   কাপাসিয়া উপজেলা বিএনপির আহবায়ক কমিটি গঠন গাজীপুর জেলা বিএনপি’র অধীনস্থ ৮ইউনিটের আহ্বায়ক কমিটি গঠন পুশ ইন অব্যাহত থাকলে এর দায় ভারতকে নিতে হবে : রিজভী ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, তেহরানে বিমানবন্দরে আগুন সংস্কার ও বিচার প্রক্রিয়ায় পর্যাপ্ত অগ্রগতি হলে রমজানের আগে নির্বাচন হতে পারে মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠক শেষ, বিএনপি সন্তোষ্ট প্রথম সাক্ষাতে ড. ইউনূস ও তারেক রহমানের মধ্যে যে কথা হলো ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় ইসরায়েলের হামলা; ৬ বিজ্ঞানী নিহত প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক ভারতে বিধ্বস্ত বিমানের সকল যাত্রী নিহত