নিজস্ব প্রতিবেদক, কাপাসিয়া (গাজীপুর):
গাজীপুরের কাপাসিয়ায় নেশার টাকা না পেয়ে নিজের বসত ঘরে আগুন দেয়ার ঘটনায় নেশাগস্ত সেই ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। নিজের বসত ঘরে আগুন দেয়ার পর থানায় অভিযোগ করেছিলেন অসহায় বাবা। সেই অভিযোগে শনিবার ছেলেকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতার ছেলের নাম মোঃ কামরুজ্জামান (২৫)। তিনি কাপাসিয়া উপজেলার সদর ইউনিয়নের সূর্যননারায়নপুর গ্রামে বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন খাঁনের ছেলের্যক
বীর মুক্তিযোদ্ধা মোঃ নাজিম উদ্দিন (৭৫)। কামরুজ্জামান আমার বড় ছেলে। সে বিগত ৪/৫ বছর যাবত ধরে মাদকাসক্ত। আমি ও পরিবারের লোকজন তাহাকে একাদিক ‘বার চিকিৎসার জন্য মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করি। কিন্তু সে মাদক দ্রব্য নিরাময় কেন্দ্র হইতে সুস্থ হইয়া বাড়ীতে এসে পুনরায় মাদকদ্রব্য সেবন করতে শুরু করে। সে মাদক দ্রব্য ক্রয়ের জন্য বিভিন্ন সময়ে আমার এবং আমার স্ত্রীর নিকট টাকা দাবী করে। আমরা টাকা দিতে অস্বীকার করলে সে আমাদের উপর ক্ষিপ্ত হইয়া অকথ্য ভাষায় গালিগালাজ করে। মাঝেমধ্যে মারধর করতে আসে। বসত ঘরের জিনিসপত্র ভাংচুর করে। তার অত্যাচার নির্যাতনের ভয়ে আমি পরিবার সহ আমার শশুর বাড়ীতে গিয়ে থাকতে বাধ্য হই। আমরা বাড়ীতে না থাকার সুযোগে সে গত ২৩ মে রাত একটা ১৫ মিনিটের সময় চৌচালা মাটির তৈরি বসত ঘরে আগুন লাগিয়ে দেয়। ওই আগুনে বসত ঘরের আসবারপত্র সহ বিভিন্ন জিনিস পুড়ে প্রায় ২ লাখ ৫০ হাজার টাকার ক্ষতি হয়। সে মাদকাসক্ত নেশার টাকার জন্য যে কোন সময় আমাদের আরো বড় ধরনের ক্ষতি করতে পারে। তাই নিরুপায় হয়ে অভিযোগ করি।
কাপাসিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আবু বকর মিয়া জানান, বিভিন্ন সময় পরিবারের কাছে নেশার টাকার জন্য চাপ প্রয়োগ করত। তার পরিবার কয়েক দফায় তাকে মাদকাসক্ত সংশোধনাগারে পাঠায়। সেখান থেকে ফিরে এসে আবার নেশায় জড়িয়ে পড়ে।ওই ঘটনার দিন নেশার টাকা না পেয়ে রাতে নিজেদের বসত ঘরে আগুন লাগিয়ে দেয়। সেই আগুন দেয়ার ঘটনায় বাবা ছেলের বিরুদ্ধে অভিযোগ করেন। সেই অভিযোগের আলোকে তাকে শনিবার দিন গ্রেফতার করে দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
মন্তব্য