শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪ , ২১ অগ্রহায়ন ১৪৩১

সেকশন

 

জাতীয় পরিচয় পত্র দেয়ার কথা বলে টাকা নেয়ায় উদ্যোক্তাকে অব্যাহতি

Asad
প্রকাশ: ৪ জুন ২০২৪, ১৯:২৫:৩০ | পঠিত: ৫৭৯

---

নিজস্ব প্রতিবেদক, কাপাসিয়া (গাজীপুর):

গাজীপুরের কাপাসিয়ায় জাতীয় পরিচয় পত্র করে দেয়ার কথা বলে টাকা নেয়ার অপরাধে উপজেলার সনমানিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা রিফাত সরকারকে অব্যাহতি প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ওই উদ্যোক্তাকে অব্যাহতি প্রদান করেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন, কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম লুৎফর রহমান।

ভুক্তভোগী মোঃ আরিফ খান জানান, সনমানিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা রিফাত সরকারের সাথে জাতীয় পরিচয় পত্র করার জন্য ১৪ হাজার টাকার চুক্তি হয়। কথা ছিল ১০ দিনের ভিতরে জাতীয় পরিচয় পত্র করে দেবে। পরে তাকে ১০ হাজার টাকা নগদ দেই। কিন্তু ২৫ দিনের মধ্যেও জাতীয় পরিচয় পত্র সে করে দিতে পারেনি। কয়েক দফায় রিফাতের সাথে কথা বললে সে তালবাহানা শুরু করে। পরে বিষয়টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে জানালে তিনিও এর কোন সমাধান করে দিতে পারেননি। পরে এই বিষয়টি কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়।

উদ্যোক্তা রিফাত সরকার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি ওই টাকা তাদের ফেরত দিয়ে দিয়েছি এবং আমি ইউএনও স্যারের কাছে এই ঘটনার জন্য ক্ষমাও চেয়েছি।

সনমানিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোবারক হোসেন বলেন, ভুক্তভোগী পরিবার কাছ থেকে টাকা নেয়ার বিষয়টি আমাকে জানায়। পরে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তারকে জানানো হয়েছে।

কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম লুৎফর রহমান বলেন, টাকা নেওয়ার বিষয়টি জানার পর ওই উদ্যোক্তাকে ডেকে পাঠানো হয়। দুই পক্ষের কথা শুনে অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরে ভুক্তভোগীদের টাকা ফেরত প্রদান করা হয় এবং ওই উদ্যোক্তাকে তার দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon
শিরোনাম:   আজমির শরিফসহ ১০টিরও বেশি মসজিদ নিয়ে ভারতীয়দের ষড়যন্ত্র ধর্ম-বর্ণ ও মতের পার্থক্য থাকলেও আমরা একই পরিবারের সদস্য : ড. ইউনূস গাজীপুরের প্রবীণ সাংবাদিক নজরুল ইসলাম বাদামীর ইন্তেকাল দেশের জন্য ক্ষতিকর চুক্তি বাতিলের দাবি করা হয়েছে : আসিফ নজরুল গণঅভ্যুত্থান নস্যাৎ করার যড়যন্ত্র একজোট হয়ে রুখতে হবে : প্রধান উপদেষ্টা ভারত আগ্রাসী হলে আমরাও বাংলা বিহার উড়িষ্যা দাবি করবো: রিজভী ভারতের উচিত দ্ব্যর্থহীনভাবে জুলাই অভ্যুত্থানকে স্বীকৃতি দেয়া: মাহফুজ আলম জাতীয় ঐক্যের গড়তে নেতৃবৃন্দের সাথে বসবেন প্রধান উপদেষ্টা এক বিজয় করেছো, আরেক বিজয় আসবে : সমন্বয়কদের প্রধান উপদেষ্টা দক্ষিণ কোরিয়াতে সামরিক শাসন জারি করেছেন প্রেসিডেন্ট