গণবাণী ডট কম:
ঢাকা বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম বলেছেন, গাজীপুর জেলার সকল সরকারি অফিস ও দপ্তরের সহযোগিতা এবং কার্যকর ভূমিকা পালনের মাধ্যমে এসডিজির সুনির্দিষ্ট লক্ষ্য অর্জন সম্ভব হবে। তিনি বৃহস্পতিবার গাজীপুরে “টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) স্থানীয়করণ ” শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে এ আশাবাদ ব্যক্ত করেন।
বৃহস্পতিবার বিকাল ৩টায় গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত দিনব্যাপী কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম।
কর্মশালায় গাজীপুরের পুলিশ সুপার কাজী শফিকুল আলম. জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক ওয়াহিদ হোসেন, গাজীপুর মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার আবু তোরাব মো: শামসুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসকগণ, সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাগণসহ বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানের প্রধানগণ অংশ গ্রহণ করেন।
কর্মশালায় জেলা প্রশাসক মূল প্রবন্ধ উপস্থাপন করেন। এতে তিনি এসডিজি বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত গাজীপুর জেলা কমিটির কার্যপরিধি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। এসডিজির ১৭টি অভীষ্ট এবং উক্ত অভীষ্ট অর্জনের জন্য বাংলাদেশের প্রেক্ষাপটে মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার দপ্তর কর্তৃক সুনির্দিষ্ট করে দেওয়া ৩৯টি লক্ষ্যমাত্রায় গাজীপুর জেলার বর্তমান অর্জন সম্পর্কে আলোকপাত করেন।
প্রধান অতিথি মোঃ সাবিরুল ইসলাম তার বক্তব্যে বিভিন্ন সূচকে গাজীপুর জেলার বর্তমান অর্জন বৃদ্ধি করার লক্ষ্যে প্রয়োজনীয় ও সুনির্দিষ্ট দিক নির্দেশনা প্রদান করেন।
প্রধান অতিথি তার বক্তব্যে, গাজীপুর জেলার উন্নয়নের ইতিহাস, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, ভূ-উপরিস্থ পানির যথাযথ ব্যবহার, খাস জলমহাল উদ্ধার, বনাঞ্চল উদ্ধার, ইটিপির ব্যবহার, সোশ্যাল সেফটি নেটওয়ার্ক ইত্যাদি বিষয়ে আলোচনা করেন।
এর আগে দুপুরে বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম গাজীপুর সার্কিট হাউজে পৌঁছালে জেলা প্রশাসক তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন। পরে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়।
ঢাকা বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম উক্ত কর্মশালা ছাড়াও গাজীপুরের ইউনিয়ন ভূমি সরকারী/উপসহকারী কর্মকর্তা, সার্ভেয়ার, রাজস্ব সহকারি, পেশকার, সার্টিফিকেট সরকারিসহ পর্যায়ের কর্মচারীদের ভূমি ব্যবস্থাপনা প্রশিক্ষণ কর্মশালায় সম্মানিত বক্তা হিসেবে বক্তব্য রাখেন। এসময় জেলা প্রশাসক আবুল ফাতেহে মোহাম্মদ শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
মন্তব্য