আনিসুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক, কাপাসিয়া (গাজীপুর):
জাতির পিতা বঙ্গবন্ধুকে নিয়ে কোমলমতি শিশুদের লেখা কবিতার সংকলন ‘শিশু মননে বঙ্গবন্ধু’ নামে একটি বই প্রকাশ করা হয়েছে। ব্যতিক্রমী কাজটি করেছেন গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম। তিনি বইটির প্রকাশক ও সম্পাদক। আর জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়ণরত ১০৪ জন কোমলমতি শিশু শিক্ষার্থী বইটির লেখক।
শিশুদের মননে, চিন্তায় ও কর্মে বঙ্গবন্ধুর চর্চা ও হৃদয়ে তাকে ধারণ করার লক্ষে উদ্যোগটি গ্রহণ করা হয়েছে। এর মাধ্যমে শিশুরা বঙ্গবন্ধুকে আরো বেশী করে জানতে ও বুঝতে পারবে। ‘শিশু মননে বঙ্গবন্ধু’ বইটিতে স্থান পাওয়া কবিতাগুলিতে মুলত জীবন্ত বঙ্গবন্ধুতে তুলে ধরা হয়েছে।
আজ সোমবার বিকালে গাজীপুরের কাপাসিয়ায় ‘শিশু মননে বঙ্গবন্ধু’ বইটি বিনামূল্যে বিতরণ করা হয়েছে। উপজেলার ১৭৯ টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে বইটি বিতরণ করেন জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম।
কাপাসিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম লুৎফর রহমান। এতে আরো উপস্থিত ছিলেন, কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ আমানত হোসেন খান, কাপাসিয়ার সহকারী কমিশনার (ভূমি) রিফাত নূর মৌসুমী, উপজেলা শিক্ষা কর্মকর্তা রমিতা ইসলাম, কাপাসিয়া থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) সঞ্জয় সাহা। বই বিতরণ অনুষ্ঠান পরিচালনা করেন বিআরডিবি কর্মকর্তা দিলারা আক্তার ফকির।
উপজেলার ১৭৯টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ‘শিশু মননে বঙ্গবন্ধু’ বইটির জন্য কবিতা লেখায় অংশগ্রহণ করে। তাদের মধ্য থেকে বাছাই করা কাপাসিয়ার ১৭টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কবিতা ‘শিশু মননে বঙ্গবন্ধু’ বইয়ে স্থান পেয়েছে। অনুষ্ঠানে কাপাসিয়ার ১৭ জন কোমলমতি শিশু কবিদের মধ্যে থেকে ভাওরাইদ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী রায়তা বিনতে হানিফ ও জান্নাতুল আফিফা বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে নিজেদের লেখা কবিতা আবৃত্তি করেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, বঙ্গবন্ধু আমাদর জাতির পিতা। মহান মুক্তিযুদ্ধের মহানায়ক। আগামী প্রজন্মের জন্য বঙ্গবন্ধুকে নিয়ে কাজ করতে হবে। তাদের জন্য ভালো কিছু রেখে যেতে হবে। কবিতা মানুষের মনে প্রশান্তি আনে। মানুষের মনের ভাব প্রকাশ করার জন্য কবিতা একটি অন্যতম মাধ্যম। এ কারণে কোমলমতি শিশুদের মনের মধ্যে বঙ্গবন্ধুকে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত করার জন্য তাদের লেখা কবিতা গুরুত্ব ভূমিকা রাখেবে। শিশুদের চিন্তা ও মননে শিশুদের মত করে বঙ্গবন্ধুকে পৌছে দেয়ার লক্ষ নিয়েই প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে ‘শিশু মননে বঙ্গবন্ধু’ বইটি প্রকাশ করা হয়েছে। এসময় তিনি আগামীতে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতার বই প্রকাশের ব্যবস্থা গ্রহণ করার আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, কাপাসিয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আশরাফুলাহ, প্রাণী সম্পদ কর্মকর্তা দেওয়ান কামরুজ্জামান জামী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবদুস সালাম, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাকিল আহমেদসহ অন্যরা।
মন্তব্য