শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪ , ২১ অগ্রহায়ন ১৪৩১

সেকশন

 

জাতীয় পর্যায়ে পুলিশ আর্চারি ক্লাবের ৪টি স্বর্ণ পদকসহ ৮টি পদক জয়

Asad
প্রকাশ: ১০ জুন ২০২৪, ২১:২১:৪৮ | পঠিত: ১২০

---

গণবাণী ডট কম:

বাংলাদেশ পুলিশ আর্চারি ক্লাব ১৫তম তীর জাতীয় আর্চারী চ্যাম্পিচয়নশিপ ২০২৪ এ অংশ নিয়ে চারটি স্বর্ণ ও চারটি সিলভারসহ সর্বমোট আটটি পদক অর্জন করেছে। দেশের বিভিন্ন বাহিনীর ৩০টিরও বেশি ক্লাবকে পিছনে ফেলে বাংলাদেশ পুলিশ আর্চারি ক্লাব এ জয় অর্জন করেছে।

সোমবার বিকালে এ তথ্য জানিয়েছেন, গাজীপুর মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার (মিডিয়া) সুদীপ কুমার সাহা।

---

তিনি আরো জানান, প্রতিযোগীতায় রিকার্ভ ইভেন্টে আনসার বাহিনীর সাকিবকে হারিয়ে স্বর্ণপদক জিতেছেন মোঃ হাকিম আহমেদ রুবেল, দলগতভাবে রিকার্ভ ইভেন্টে মোঃ হাকিম আহমেদ রুবেল, তামিমুল ইসলাম তামিম এবং জান্নাতুল ইসলাম খান রৌপ্য পদক, রিকার্ভ ইভেন্ট মহিলা এককে জ্যোতি মনি চাকমা রৌপ্য পদক, রিকার্ভ ইভেন্ট মহিলা তে দলগতভাবে বিকেএসপিকে পরাজিত করে স্বর্ণপদক, কম্পাউন্ড ইভেন্টে আসিকুজ্জামান অনয় একক স্বর্ণ পদক, কম্পাউন্ড ইভেন্টে দলগতভাবে বাংলাদেশ সেনাবাহিনীকে পরাজিত করে স্বর্ণ পদকসহ মোট আটটি পদক অর্জন করে বাংলাদেশ পুলিশ আর্চারি ক্লাব।

তিনি আরো জানান, বাংলাদেশ পুলিশ আর্চারি ক্লাবের এ অর্জনে বাংলাদেশ পুলিশ আর্চারি ক্লাবের সভাপতি ও বাংলাদেশ পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম (বার) ও সহ-সভাপতি ও গাজীপুর মহানগর পুলিশের কমিশনার মোঃ মাহবুব আলম বিপিএম, পিপিএম (বার) বিজয়ী সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। সবার সম্মিলিত প্রচেষ্টায় এ অর্জন ক্লাবের সুনাম ও সম্মান অক্ষুন্ন রেখেছে ও পুরো পুলিশ বাহিনীর মুখ উজ্জল করেছে।

জানা যায়, বাংলাদেশ পুলিশ আর্চারি ক্লাবের অনবদ্য এ সাফল্যের পিছনে বাংলাদেশ পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলামের দূরদর্শী নেতৃত্ব গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।

এছাড়াও ক্লাবের এ অর্জনের পেছনে ক্লাবের গাজীপুর মহানগর পুলিশের কমিশনার মোঃ মাহবুব আলমের দিক নির্দেশনা গুরুত্বপূর্ণ ভমিকা রেখেছে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon
শিরোনাম:   আজমির শরিফসহ ১০টিরও বেশি মসজিদ নিয়ে ভারতীয়দের ষড়যন্ত্র ধর্ম-বর্ণ ও মতের পার্থক্য থাকলেও আমরা একই পরিবারের সদস্য : ড. ইউনূস গাজীপুরের প্রবীণ সাংবাদিক নজরুল ইসলাম বাদামীর ইন্তেকাল দেশের জন্য ক্ষতিকর চুক্তি বাতিলের দাবি করা হয়েছে : আসিফ নজরুল গণঅভ্যুত্থান নস্যাৎ করার যড়যন্ত্র একজোট হয়ে রুখতে হবে : প্রধান উপদেষ্টা ভারত আগ্রাসী হলে আমরাও বাংলা বিহার উড়িষ্যা দাবি করবো: রিজভী ভারতের উচিত দ্ব্যর্থহীনভাবে জুলাই অভ্যুত্থানকে স্বীকৃতি দেয়া: মাহফুজ আলম জাতীয় ঐক্যের গড়তে নেতৃবৃন্দের সাথে বসবেন প্রধান উপদেষ্টা এক বিজয় করেছো, আরেক বিজয় আসবে : সমন্বয়কদের প্রধান উপদেষ্টা দক্ষিণ কোরিয়াতে সামরিক শাসন জারি করেছেন প্রেসিডেন্ট