বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫ , ১১ বৈশাখ ১৪৩২

সেকশন

 

স্বার্থহীন চুক্তির মাধ্যমে দেশকে পরনির্ভরশীল করে তুলছে সরকার: মির্জা ফখরুল

গণবাণী ডট কম
প্রকাশ: ১ জুলাই ২০২৪, ২০:৪৪:০৪ | পঠিত: ৮০

---

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, ভারতের সঙ্গে সমঝোতা-চুক্তিগুলো করে আওয়ামী লীগ সরকার দেশকে পরনির্ভরশীল করে তুলছে। তিনি বলেন, আওয়ামী লীগ প্রতারণার আশ্রয় নিচ্ছে। তারা মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে। তারা যে সমঝোতা-চুক্তি করে এসেছে, তাতে পরিষ্কার বোঝা যায়, অল্প সময়ের মধ্যে দেশকে ভারতের প্রতি নির্ভরশীল করে তুলবে।

সোমবার (১ জুলাই) সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

পার্টনারশিপে, কানেক্টিভিটিতে বিএনপির আপত্তি নেই জানিয়ে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশ কী পেল, সেটিই আসল বিষয়। আমরা কিছুই পাইনি। আমাদের যে পানির হিস্য, তা পাইনি। তিস্তার পানি আমরা পাইনি। সীমান্ত হত্যা বন্ধ হচ্ছে না।

তিনি বলেন, ভারতের সঙ্গে সমঝোতা-চুক্তির সবচেয়ে মারাত্মক বিষয় হলো, ভারতকে রেলের কোরিডোর দেওয়া। এই কোরিডোর বাংলাদেশের কোনো কাজে আসবে না। ভারত বাংলাদেশের মাটিতে রেললাইন ব্যবহার করবে, আর দেশের স্বার্থ ব্যাহত হবে না?

বাংলাদেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা হয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, দেশে একদলীয় শাসন চেপে বসেছে। একদলীয় শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে আওয়ামী লীগ রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে। দেশের মানুষ এখন ন্যায়বিচার পায় না, তারা অর্থনৈতিকভাবে অনেক কষ্টের মধ্যে আছে। সত্যিকার অর্থে দেশে আর আইনের কোনো শাসন নেই।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon
শিরোনাম:   গাজীপুরে লটারির মাধ্যমে ২৮ জন ওএমএস ডিলার নিয়োগ ওবায়দুল কাদেরের ভাগিনা পরিচয় দেয়া ব্যবসায়ী রিমান্ডে গাজীপুরে ৩ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো কামরুল, দীপু মনি, পলকসহ সাবেক ৫ মন্ত্রী ও এক সেনা কর্মকর্তাকে কাপাসিয়ায় হাসপাতালের স্টোরে মজুদ করে ঔষধ নষ্টের ঘটনায় তদন্ত কমিটি গঠন জিসিসি‘র নাগরিক দূর্ভোগ লাঘবে ড্রেন ও খাল খননসহ একগুচ্ছ কার্যক্রম শুরু কাপাসিয়ায় হাসপাতালে মজুদ ৫০ লাখ টাকার সরকারি ঔষধ মেয়াদ উত্তীর্ণ গাজীপুর সাফারী পার্ক থেকে চুরি যাওয়া লেমুর উদ্ধার, গ্রেপ্তার-১ গাজীপুরে পলিটেকনিক শিক্ষার্থীদের ৬ দফা দাবিতে বিক্ষোভ, সমাবেশ গাজীপুরে দুই শিশুকে কুপিয়ে হত্যার ঘটনায় মা জড়িত! গাজীপুরে দুই শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার, মা আটক