শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫ , ২ ফাল্গুন ১৪৩১

সেকশন

 

জুনে দেশে সর্বোচ্চ ২৫৪ কোটি ডলার রেমিট্যান্স এলো

গণবাণী ডট কম
প্রকাশ: ১ জুলাই ২০২৪, ২০:৫১:০২ | পঠিত: ২৫৯

---

সদ্য বিদায়ী অর্থ বছরের শেষ জুন মাসে বৈধ চ্যানেলে ২.৫৪ বিলিয়ন বা ২৫৪ কোটি ডলারের রেমিট্যান্স এসেছে দেশে।

বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১১৮ টাকা হিসাবে) এর পরিমাণ প্রায় ২৯ হাজার ৯৯৫ কোটি টাকা।

এটি গত ৪৭ মাসের মধ্যে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে দেশে। মূলত কোরবানির ঈদ উপলক্ষে এসময় বড় অংকের অর্থ দেশে পাঠান প্রবাসীরা। সবমিলিয়ে সদ্যসমাপ্ত ২০২৩-২৪ অর্থবছরে ২ হাজার ৩৯২ কোটি ডলার রেমিট্যান্স এসেছে।

সোমবার (১ জুলাই) বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, জুনে ২৫৪ কোটি ২০ হাজার ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশিরা। এটি তিন বছরের মধ্যে সর্বোচ্চ পরিমাণ রেমিট্যান্স।

এর আগে সবশেষ ২০২০ সালের জুলাইয়ে আড়াই বিলিয়ন ডলার অতিক্রম করেছিল। ওই সময় এসেছিল ২৫৯ কোটি ৮২ লাখ ডলারের রেমিট্যান্স।

এদিকে, সদ্যবিদায়ী অর্থবছরের মে মাসে রেমিট্যান্স এসেছে ২২৫ কোটি ৩৮ লাখ ডলারের। সে হিসাবে, মে মাসের তুলনায় জুনে ২৮ কোটি ৮২ লাখ ডলার বেশি এসেছে। এছাড়া গত বছরের জুন মাসে এসেছিল ২১৯ কোটি ৯০ লাখ ডলারের রেমিট্যান্স।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon