বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫ , ১১ বৈশাখ ১৪৩২

সেকশন

 

গাজীপুর সিটি কর্পোরেশনের ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

গণবাণী ডট কম
প্রকাশ: ১৬ জুলাই ২০২৪, ১৬:০৭:৫৭ | পঠিত: ১৪৬

---

গাজীপুর সিটি কর্পোরেশনের ২০২৪-২০২৫ অর্থবছরের চার হাজার নয় কোটি ২০ লক্ষ ২৫ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সিটি কর্পোরেশনের নগর ভবনের সভা কক্ষে এ বাজেট ঘোষণা করা হয়।

প্রস্তাবিত বাজেটে মোট আয়ের লক্ষ নির্ধারণ করা হয়েছে, চার হাজার নয় কোটি ২০ লক্ষ ২৫ হাজার টাকা। ব্যয় ধরা হয়েছে, ৩ হাজার ২৪৪ কোটি ৬২ লাখ ৯ হাজার টাকা। উদ্বৃত্ত দেখানো হয়েছে ৭৬৪ কোটি ৫৮ লাখ ১৬ হাজার টাকা।

বাজেট অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের মেয়র জায়েদা খাতুন। বিশেষ অতিথি ছিলেন মেয়রের প্রধান উপদেষ্টা ও সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা আব্দুল হান্নানের সভাপতিত্ব করেন। এই সময় সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারী ও কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রস্তাবিত বাজেটে ১১টি খাত থেকে সম্ভাব্য আয়ের লক্ষ্ নির্ধারণ করা হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে, টেক্স বাবদ আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২৩২ কোটি ৫০ লক্ষ টাকা, রেইট বাবদ আয়ের লক্ষ দেখানো হয়েছে ২৩০ কোটি ৯০ লক্ষ টাকা, ফিস বাবদ আয় লক্ষ ধরা হয়েছে ৩৯ কোটি ৭৬ লক্ষ টাকা, ইজারা বাবদ আয়ের লক্ষ নির্ধারণ করা হয়েছে ১২ কোটি টাকা, বিভিন্ন মার্কেট নির্মাণ থেকে আয় ধরা হয়েছে ১৩ কোটি টাকা, উন্নয়ন খাত ব্যতীত সরকারি অনুদানের পাওয়ার লক্ষ নির্ধারণ করা হয়েছে ১৮ কোটি ৮০ লক্ষ বিশ হাজার টাকা। এছাড়া অন্যান্য খাতে আয় আশা করা হচ্ছে, ৫ কোটি ১৮ লক্ষ ৭০ হাজার টাকা। পানি শাখার আয়ের লক্ষ ধরা হয়েছে ৯৪ কোটি ৩৭ লক্ষ ৪০ হাজার টাকা, সরকারি অনুদানের আশা ১৫০ কোটি টাকা, বৈদেশিক সহায়তা পুষ্ট প্রকল্প/ডিপিপি বাবদ আয় লক্ষ ধরা হয়েছে, ২ হাজার ৩৫৯ কোটি ৪০ লক্ষ ৫০ হাজার টাকা। বাজেটে প্রারম্ভিক স্থিতি দেখানো হয়েছে, ৮৫৩ কোটি ২৭ লক্ষ ৪৫ হাজার টাকা। সব মিলিয়ে সিটি কর্পোরেশনের ২০২৪-২৫ অর্থ বছরের সাকুল্য আয় ধরা হয়েছে, ৪০০৯ কোটি ৩০ লক্ষ ২৫ হাজার টাকা।

অপরদিকে, সিটি কর্পোরেশনের ব্যয়ের উল্লেখযোগ্য খাত গুলোর মধ্যে রয়েছে, সাধারণ সংস্থাপন ব্যয় ধরা হয়েছে ৮৪ কোটি ৪১ লক্ষ ৬৪ হাজার টাকা, সংস্থাপন সংক্রান্ত আনুষঙ্গিক ব্যয় ধরা হয়েছে ১৫ কোটি ১০ লক্ষ টাকা, স্বাস্থ্য ও পয়:প্রণালী ব্যয় ধরা হয়েছে ১৬ কোটি ৯৫ লক্ষ টাকা, কনজারভেন্সি ব্যয় করা হয়েছে ১৬১ কোটি ২০ লক্ষ টাকা, জেনারেল অ্যাসেসমেন্ট ও ক্রোকি পরোয়ানা বাবদ ব্যয় ধরা হয়েছে ২৫ লক্ষ টাকা, বৃক্ষরোপণ ও রক্ষণাবেক্ষণ বাবদ ব্যয় ১ কোটি ৫০ লক্ষ টাকা, শিক্ষা ও ক্রীড়া খাতে ব্যয় ৬২ কোটি ২৫ লক্ষ টাকা, বিভিন্ন কল্যাণমূলক ব্যয় ধরা হয়েছে ২২৯ কোটি ১০ লক্ষ টাকা, সাংস্কৃতিক অনুষ্ঠান, জরুরি ত্রাণ ও জাতীয় দিবস বাবদ ব্যয় ২ কোটি ৮০ লক্ষ টাকা, অফিস ব্যবস্থাপনা ও অন্যান্য খাতে ব্যয় ৩২ কোটি ২৪ লক্ষ ৭৫ হাজার টাকা, বিভিন্ন তথ্যপ্রযুক্তি হাতে ব্যয় ৯৯ লক্ষ ৪০ হাজার টাকা, পানি সরবরাহ শাখার ব্যয় ৭২ কোটি ৬৭ লক্ষ ৬০ হাজার টাকা, অবকাঠামো নির্মাণ, উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ বাবদ ব্যয় ধরা হয়েছে ৫১০ কোটি ৩০ লক্ষ টাকা, বৈদেশিক সহায়তা পুষ্ট প্রকল্প বা ডিপিপি বাবদ ব্যয় ধরা হয়েছে ১৮৮৭ কোটি ৩৩ লক্ষ ৫০ হাজার টাকা, সরকারি অনুদানে অবকাঠামো নির্মাণ, রক্ষণাবেক্ষণ বাবদ ব্যয় ধরা হয়েছে ৪৬ কোটি ৩০ লক্ষ ২০ হাজার্ টাকা। অন্যান্য খাতে ব্যয় ধরা হয়েছে ১২১ কোটি ২০ লক্ষ টাকা। সব মিলিয়ে ২০২৪-২৫ অর্থবছরে সিটি কর্পোরেশনের মোট ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ২৪৪ কোটি ৬২ লক্ষ ৯ হাজার টাকা।

এবারের বাজেট আয়ের চেয়ে ব্যয় কম দেখানো হয়েছে। ফলে বাজেটে উদ্ধৃত্ত দেখানো হয়েছে ৭৬৪ কোটি ৫৮ লক্ষ ১৬ হাজার টাকা।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon
শিরোনাম:   গাজীপুরে লটারির মাধ্যমে ২৮ জন ওএমএস ডিলার নিয়োগ ওবায়দুল কাদেরের ভাগিনা পরিচয় দেয়া ব্যবসায়ী রিমান্ডে গাজীপুরে ৩ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো কামরুল, দীপু মনি, পলকসহ সাবেক ৫ মন্ত্রী ও এক সেনা কর্মকর্তাকে কাপাসিয়ায় হাসপাতালের স্টোরে মজুদ করে ঔষধ নষ্টের ঘটনায় তদন্ত কমিটি গঠন জিসিসি‘র নাগরিক দূর্ভোগ লাঘবে ড্রেন ও খাল খননসহ একগুচ্ছ কার্যক্রম শুরু কাপাসিয়ায় হাসপাতালে মজুদ ৫০ লাখ টাকার সরকারি ঔষধ মেয়াদ উত্তীর্ণ গাজীপুর সাফারী পার্ক থেকে চুরি যাওয়া লেমুর উদ্ধার, গ্রেপ্তার-১ গাজীপুরে পলিটেকনিক শিক্ষার্থীদের ৬ দফা দাবিতে বিক্ষোভ, সমাবেশ গাজীপুরে দুই শিশুকে কুপিয়ে হত্যার ঘটনায় মা জড়িত! গাজীপুরে দুই শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার, মা আটক