কোটা সংস্কার আন্দোলন নিয়ে দেশ জুড়ে সহিংসতার প্রেক্ষাপটে বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যা সাড়ে ৭টায় তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন।
বিকেলে গণমাধ্যমে পাঠানো এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানিয়েছে প্রধানমন্ত্রীর প্রেস উইং। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব এ কে এম শাখাওয়াত মুন গণমাধ্যমকে জানান, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গত কয়েকদিনের মতো বুধবারও ঢাকায় ও আরো কয়েকটি জেলায় ব্যাপক সহিংসতার ঘটনা ঘটেছে। ছাত্রলীগ ও পুলিশের সাথে সহিংসতায় মঙ্গলবার দেশে ছয় জন নিহত হয়েছিল।
বুধবার দুপুরের পর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পুলিশের সাথে কোটা সংস্কার আন্দোলনকারীদের ব্যাপক সংঘর্ষের তথ্য পাওয়া যাচ্ছে।
রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিয়ে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার সেল নিক্ষেপ করছে, অন্যদিকে মল চত্বরের সামনে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা ইটপাটকেল নিক্ষেপ করছে।
খবর : বিবিসি ও অন্যান্য সূত্র।
মন্তব্য