নানা আয়োজনে গাজীপুরের কাপাসিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হচ্ছে। দিবসটি পালন উপলক্ষে বুধবার বর্ণাঢ্য শোভাযাত্রা, মাছের পোন অবমুক্তকরণ, আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এবারের “ভরবো মাছে মোদের দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ” প্রতিপাদ্য নিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ অনুষ্ঠানের আয়োজন করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর।
মৎস্য সপ্তাহ উপলক্ষে বুধবার সকালে উপজেলা পরিষদের পুকুরে মৎস্য অবমুক্তকরণ করা হয়। পরে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রা শেষে দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মোঃ আমানত হোসেন খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম লুৎফর রহমান। আরো ব্ক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মাজহারুল ইসলাম সেলিম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাফিজুর রহমান চৌধুরী আইয়ুব ও নারী ভাইস চেয়ারম্যান শামীমা নাছরিন শিখা, সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আশরাফূলাহ, ড. মোঃ রফিকুল রহমান, উদ্যোক্তা জোহরা বেগম।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা দেওয়ান কামরুজ্জামান জামী, সমবায় কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী প্রমুখ।
মন্তব্য