সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের সব কার্যক্রম আগামীকাল (৫ আগস্ট) সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। রবিবার (৪ জুলাই) এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি মহোদয় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সুপ্রিম কোর্টের সব ধরনের বিচারিক কার্যক্রম বন্ধ ঘোষণা করেছেন।
এছাড়াও বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আপিল বিভাগের সব দপ্তর ও শাখাসমূহ যথারীতি বন্ধ থাকবে। তবে প্রধান বিচারপতি জরুরি বিষয়ে প্রয়োজন সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করবেন।
এছাড়া হাইকোর্ট বিভাগ এবং অধস্তন আদালতের বিচারকাজ বন্ধ থাকবে।
মন্তব্য