কোটা সংস্কার আন্দোলনকারীদের অসহযোগ আন্দোলনের মধ্যে সোমবার থেকে আবারো তিনদিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। সোমবার থেকে বুধবার পর্যন্ত এই ছুটি বলবৎ থাকবে।
জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন গণমাধ্যমকে জানান, আগামীকাল সোমবার থেকে বুধবার পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী জানিয়েছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষিত কারফিউর কারণে এই সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। পরবর্তীতে অবস্থা বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও তিনি জানান।
এর আগে, চলমান এই আন্দোলন ঘিরে সহিংসতা ও প্রাণহানি বাড়লে গত ১৯ জুলাই রাতে কারফিউ জারি করা হয়। পরে ২১ থেকে ২৩শে জুলাই পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল। পরে ২৪ ও ২৫শে জুলাই সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সীমিতভাবে চলে সরকারি-বেসরকারি অফিস।
পরবর্তীতে পরিস্থিতি আরো স্বাভাবিক হলে, গত রবি, সোম ও মঙ্গলবার অফিস চলে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। পরে গত বুধবার থেকে স্বাভাবিক সময় ধরে চলছিল সরকারি-বেসরকারি অফিস।
মন্তব্য