মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪

সেকশন

 

শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগ করেছেন, কিছুক্ষণের মধ্যে ভাষণ দিবেন সেনা প্রধান

গণবাণী ডট কম
প্রকাশ: ৫ আগস্ট ২০২৪

---

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগ করেছেন বলে জানা যাচ্ছে। সাথে তার বোন শেখ রেহানাসহ পরিবারের সদস্যরা রয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে।

বিবিসির খবরে বলা হয়েছে, শেখ হাসিনাকে বহনকারী একটি হেলিকপ্টার ভারতের আগরতলার উদ্দেশ্যে রওনা দিয়েছে।

অপরদিকে, দেশের সব নেতৃবৃন্দের সাথে সেনাপ্রধানের আলোচনা চলছে। বর্তমান সংকট নিরসনে দেশের সব রাজনৈতিক দলের নেতাদের সাথে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের আলোচনা চলছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর।

আইএসপিআরের বিবৃতিতে জানানো হয়েছে, সংঘাত সহিংসতা পরিহার করে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান।

আইএসপিআরের পরিচালক শাম্মী আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, রাজনৈতিক দলের নেতাদের সাথে সেনাপ্রধানের বৈঠক চলছে।

ফলে বেলা তিনটায় সেনাপ্রধানের নির্ধারিত জাতির উদ্দেশে ভাষণ আরো কিছুটা পেছাতে পারে বলে তিনি জানিয়েছেন।

আইএসপিআর থেকে বলা হয়েছে, সেনাপ্রধানের বক্তব্য দেওয়া পর্যন্ত জনসাধারণকে সহিংসতা পরিহার করে ধৈর্য ধারণ করার অনুরোধ করা হলো।

এদিকে, রাজধানীসহ সারাদেশে জনতা বিজয় উল্লাস করছে।

মন্তব্য

পঠিতসর্বশেষ

এলাকার খবর

Developed By: Dotsilicon