মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪

সেকশন

 

২৪ ঘণ্টার মধ্যে অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের রূপরেখা : সমন্বয়ক নাহিদ

গণবাণী ডট কম
প্রকাশ: ৫ আগস্ট ২০২৪

---

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. নাহিদ ইসলাম বলেছেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের রূপরেখা প্রণয়ন করা হবে। তিনি বলেন, তাঁদের এই রূপরেখার বাইরে কোনো প্রস্তাবকে তাঁরা মেনে নেবেন না। আর যথাযথ সরকার গঠনের আগে পর্যন্ত তাঁরা রাজপথে থাকার অঙ্গীকার করেছেন।

আজ সোমবার রাতে রাজধানীর তেজগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম এ কথা বলেন। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্য সমন্বয়েকরা উপস্থিত ছিলেন।

তিনি আরো বলেন, এই অভ্যুত্থানকে শহীদ ছাত্র–জনতাকে উৎসর্গ করছি।

মন্তব্য

পঠিতসর্বশেষ

এলাকার খবর

Developed By: Dotsilicon