সোমবার, ১৪ অক্টোবর ২০২৪ , ২৯ আশ্বিন ১৪৩১

সেকশন

 

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী বামপন্থী রাজনীতিবিদ দিসানায়েক

গণবাণী ডট কম
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৪, ২২:৫৮:২৬ | পঠিত: ৫৭

---

শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন দেশটির ন্যাশনাল পিপলস পাওয়ার পার্টির নেতা, বামপন্থী রাজনীতিবিদ অনুরা কুমারা। তিনি মার্ক্সবাদী হিসেবে বেশ জনপ্রিয়। শ্রীলঙ্কার নির্বাচন কমিশন দিসানায়েকেকে বিজয়ী হিসেবে ঘোষণা করেছে।

শনিবার (২১ সেপ্টেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে কোনো প্রার্থী এককভাবে ৫০ শতাংশের বেশি জিততে পারেননি, এ কারণে ঐতিহাসিক দ্বিতীয় ও তৃতীয় পছন্দের প্রার্থীকে বিবেচনায় নিয়ে নতুন করে ভোট গণনা করা হয়। ঐতিহাসিক এ কারণে যে শ্রীলঙ্কার ইতিহাসে দ্বিতীয়বার ভোট গণনার ঘটনা ছিল এই প্রথম।

জয়ী দিসানায়েক পেয়েছেন ৪২.৪১ শতাংশ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, বিরোধী নেতা সজিথ প্রেমাদাসা পেয়েছেন ৩২.৭৬ শতাংশ। বর্তমান রাষ্ট্রপতি রনিল বিক্রমাসিংহে ১৭ শতাংশ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন।

দিসানায়েকের রাজনৈতিক দল মার্কসবাদী জনতা বিমুক্তি পেরামুনা (জেভিপি) ৭০ ও ৮০ র দশকে শ্রীলঙ্কা রাজ্যের বিরুদ্ধে দুটি সশস্ত্র বিদ্রোহ করেছিল। এবারের জয় থেকে বোঝা যাচ্ছে আগেকার ভীতিকর ইতিহাস থেকে বের হয়ে আসতে পেরেছেন তিনি।

নির্বাচনে দুই শীর্ষ প্রতিযোগী এনপিপি দলের অনুড়া কুমারা দিশানায়েকে ও বিরোধী দলের নেতা সাজিথ প্রেমাদাসা ছাড়া বাকিরা প্রার্থীরা নির্বাচনী লড়াই থেকে বাদ পড়ে যান তুলনামূলক কম ভোট পাওয়ার কারণে। এগিয়ে থাকা দুই প্রার্থীকে দ্বিতীয় পছন্দের প্রার্থী হিসেবে যারা ভোট দিয়েছিলেন সেগুলো পরে আবার গণনা করা হয়।

সেই গণনা শেষ হওয়ার পর দেশটির নির্বাচন কমিশন অনুড়া কুমার দিসানায়েকেকে বিজয়ী হিসেবে ঘোষণা করেছে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, সোমবার (২৩ সেপ্টেম্বর) নির্বাচিত নতুন রাষ্ট্রপতি শপথ নেবেন বলে আশা করা হচ্ছে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon
শিরোনাম:   ১ কোটি ৭১ লাখ টাকা সহায়তা দিলো জুলাই স্মৃতি ফাউন্ডেশন শেখ হাসিনাস জুলাই গণহত্যার ‘হুকুমদাতা’দের ফেরাতে ইন্টারপোলের সহায়তা চাইব : চিফ প্রসিকিউটর প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের ‘সৌজন্য সাক্ষাৎ’ আওয়ামী লীগের সময়ে হওয়া হত্যাকাণ্ডের বিচার চায় জামায়াত হজে যেতে আগামী ২৩শে অক্টোবরের মধ্যে নিবন্ধন করতে হবে দখল-দূষণ রোধে করণীয় নির্ধারণে লবলং নদী পরিদর্শন করল জেলা প্রশাসন গাজীপুরে পূজা মন্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশাসক দখল দূষণ রোধে করণীয় নির্ধারণে বালু নদী পরিদর্শন করল জেলা প্রশাসন গাজায় ৯০২টি পরিবারের কেউই বেঁচে নেই, নিহতদের নাম প্রকাশ দুর্নীতিবাজদের দৃশ্যমান শাস্তি না হলে দুর্নীতি বন্ধ হবে না: দেবপ্রিয় ভট্টাচার্য