সোমবার, ১৪ অক্টোবর ২০২৪ , ২৯ আশ্বিন ১৪৩১

সেকশন

 

সাংবাদিকদের সাথে গাজীপুর জেলা জামায়াতের মতবিনিময়

গণবাণী ডট কম
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৩১:২৪ | পঠিত: ১২৬

---

গাজীপুর জেলা জামায়াতে ইসলামী জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) গাজীপুর সদর উপজেলার রাজেন্দ্রপুর এলাকার একটি হোটেলে অনুষ্ঠিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জেলা জামায়াতের আমীর ড. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও জেলা প্রচার সেক্রেটারি অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান মতবিনিময় সভা সঞ্চালনায় এতে বিশিষ অতিথির বক্তব্য দেন, গাজীপুর জেলা জামায়াতের সাবেক আমির মো. আবুল হাসেম খান, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. মো. মোবারক হোসেন, জেলা জামায়াতের সেক্রেটারি সফিউদ্দিন, নায়েবে আমীর মাওলানা আব্দুল হাকিম ও সেফাউল হক।

সাংবাদিকদের মধ্যে আলোচনায় অংশ নেন, সাংবাদিক ইউনিয়ন গাজীপুরের সভাপতি দেলোয়ার হোসেন, গাজীপুর প্রেসক্লাবের সহ-সভাপতি মো. রেজাউল বারী বাবুল,দৈনিক নয়া দিগন্তের শ্রীপুর সংবাদদাতা অধ্যাপক আবুল কালাম আজাদ প্রমুখ।

উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের দপ্তর সম্পাদক মোহম্মদ আলী, জেলা যুব সম্পাদক আব্দুল জলিল আকন্দ, কালিয়াকৈর জামায়াতের আমীর ইয়ামিন আলী মৃধা, শ্রীপুর উপজেলা আমীর মাওলানা নূরুল ইসলাম, কালীগঞ্জ উপজেলা আমীর মাওলানা মাহমুদুল হাসান, শ্রীপুর পৌর আমীর মাওলানা জাহাঙ্গীর কবির, কালিয়াকৈর পৌর আমীর মো. বেলাল হোসাইন, অধ্যাপক আব্দুল বারি প্রমুখ।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon
শিরোনাম:   ১ কোটি ৭১ লাখ টাকা সহায়তা দিলো জুলাই স্মৃতি ফাউন্ডেশন শেখ হাসিনাস জুলাই গণহত্যার ‘হুকুমদাতা’দের ফেরাতে ইন্টারপোলের সহায়তা চাইব : চিফ প্রসিকিউটর প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের ‘সৌজন্য সাক্ষাৎ’ আওয়ামী লীগের সময়ে হওয়া হত্যাকাণ্ডের বিচার চায় জামায়াত হজে যেতে আগামী ২৩শে অক্টোবরের মধ্যে নিবন্ধন করতে হবে দখল-দূষণ রোধে করণীয় নির্ধারণে লবলং নদী পরিদর্শন করল জেলা প্রশাসন গাজীপুরে পূজা মন্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশাসক দখল দূষণ রোধে করণীয় নির্ধারণে বালু নদী পরিদর্শন করল জেলা প্রশাসন গাজায় ৯০২টি পরিবারের কেউই বেঁচে নেই, নিহতদের নাম প্রকাশ দুর্নীতিবাজদের দৃশ্যমান শাস্তি না হলে দুর্নীতি বন্ধ হবে না: দেবপ্রিয় ভট্টাচার্য