সোমবার, ১৪ অক্টোবর ২০২৪ , ২৯ আশ্বিন ১৪৩১

সেকশন

 

সংস্কারের বিষয়ে ঐক্যমত ও ভোটার তালিকা তৈরি হলেই নির্বাচন: অধ্যাপক ইউনূস

গণবাণী ডট কম
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৪, ২১:১১:৫৫ | পঠিত: ৫০

---

প্রশাসনসহ বিভিন্ন ক্ষেত্রে সংস্কার করতে অন্তর্বর্তী সরকার যে ছয়টি কমিশন গঠন করেছে, সেগুলোর সুপারিশ কার্যকরে রাজনৈতিক দলগুলো ঐক্যমতে উপনীত হওয়ার পাশাপাশি ভোটার তালিকা পুরোপুরি প্রস্তুত হলেই নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভার সঙ্গে বৈঠককালে প্রধান উপদেষ্টা এ কথা জানান বলে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসের খবরে বলা হয়েছে।

এসময় নির্বাচন, বেসামরিক প্রশাসন, পুলিশ, বিচার বিভাগ, দুর্নীতি দমন ও সংবিধানে গুরুত্বপূর্ণ সংস্কারের সুপারিশ করার জন্য নতুন সরকার যে ছয়টি কমিশন গঠন করেছে, সেগুলো সম্পর্কে অবহিত করেন।

কমিশনগুলো যেসব সুপারিশ দিবে, সেগুলো নিয়ে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে বলেও জানান তিনি।

বাংলাদেশের এই সংস্কার উদ্যোগে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ব্যবস্থাপনা পরিচালক মিজ জর্জিয়েভা।

“আইএমএফ বাংলাদেশের প্রতি সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে এবং টেকসই ও ন্যায়সংগত প্রবৃদ্ধির জন্য সংস্কার অ্যাজেন্ডা এগিয়ে নিতে সহায়তা অব্যাহত রাখবে,” বলেন মিজ জর্জিয়েভা।

সংস্কার উদ্যোগে সহায়তার বিষয়ে অংশীজনদের সঙ্গে আলোচনা করতে ইতোমধ্যেই ঢাকায় একটি দল পাঠিয়েছে ওয়াশিংটনভিত্তিক ঋণদাতা প্রতিষ্ঠানটি।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon
শিরোনাম:   ১ কোটি ৭১ লাখ টাকা সহায়তা দিলো জুলাই স্মৃতি ফাউন্ডেশন শেখ হাসিনাস জুলাই গণহত্যার ‘হুকুমদাতা’দের ফেরাতে ইন্টারপোলের সহায়তা চাইব : চিফ প্রসিকিউটর প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের ‘সৌজন্য সাক্ষাৎ’ আওয়ামী লীগের সময়ে হওয়া হত্যাকাণ্ডের বিচার চায় জামায়াত হজে যেতে আগামী ২৩শে অক্টোবরের মধ্যে নিবন্ধন করতে হবে দখল-দূষণ রোধে করণীয় নির্ধারণে লবলং নদী পরিদর্শন করল জেলা প্রশাসন গাজীপুরে পূজা মন্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশাসক দখল দূষণ রোধে করণীয় নির্ধারণে বালু নদী পরিদর্শন করল জেলা প্রশাসন গাজায় ৯০২টি পরিবারের কেউই বেঁচে নেই, নিহতদের নাম প্রকাশ দুর্নীতিবাজদের দৃশ্যমান শাস্তি না হলে দুর্নীতি বন্ধ হবে না: দেবপ্রিয় ভট্টাচার্য