প্রশাসনসহ বিভিন্ন ক্ষেত্রে সংস্কার করতে অন্তর্বর্তী সরকার যে ছয়টি কমিশন গঠন করেছে, সেগুলোর সুপারিশ কার্যকরে রাজনৈতিক দলগুলো ঐক্যমতে উপনীত হওয়ার পাশাপাশি ভোটার তালিকা পুরোপুরি প্রস্তুত হলেই নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভার সঙ্গে বৈঠককালে প্রধান উপদেষ্টা এ কথা জানান বলে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসের খবরে বলা হয়েছে।
এসময় নির্বাচন, বেসামরিক প্রশাসন, পুলিশ, বিচার বিভাগ, দুর্নীতি দমন ও সংবিধানে গুরুত্বপূর্ণ সংস্কারের সুপারিশ করার জন্য নতুন সরকার যে ছয়টি কমিশন গঠন করেছে, সেগুলো সম্পর্কে অবহিত করেন।
কমিশনগুলো যেসব সুপারিশ দিবে, সেগুলো নিয়ে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে বলেও জানান তিনি।
বাংলাদেশের এই সংস্কার উদ্যোগে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ব্যবস্থাপনা পরিচালক মিজ জর্জিয়েভা।
“আইএমএফ বাংলাদেশের প্রতি সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে এবং টেকসই ও ন্যায়সংগত প্রবৃদ্ধির জন্য সংস্কার অ্যাজেন্ডা এগিয়ে নিতে সহায়তা অব্যাহত রাখবে,” বলেন মিজ জর্জিয়েভা।
সংস্কার উদ্যোগে সহায়তার বিষয়ে অংশীজনদের সঙ্গে আলোচনা করতে ইতোমধ্যেই ঢাকায় একটি দল পাঠিয়েছে ওয়াশিংটনভিত্তিক ঋণদাতা প্রতিষ্ঠানটি।
মন্তব্য