সোমবার, ১৪ অক্টোবর ২০২৪ , ২৯ আশ্বিন ১৪৩১

সেকশন

 

কাপাসিয়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি আরজু

গণবাণী ডট কম
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৪৮:০১ | পঠিত: ৮৪

---

নিজস্ব প্রতিবেদক, কাপাসিয়া (গাজীপুর):

গাজীপুরের কাপাসিয়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন সেলিম হোসেন আরজু। শনিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত কাপাসিয়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির বিশেষ সাধারণ সভায় ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়ে।

কাপাসিয়া বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড এর উদ্যোগে আয়োজিত বিশেষ সাধারণ সভায় সমবায়ী মোঃ আনোয়ার সাদেক সভাপতিত্ব করেন। এতে নির্বাচন কমিশনের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন সমবায় কর্মকর্তা ও নির্বাচন কর্মকর্তা সিরাজুল ইসলাম, জেলা সমবায় পরিদর্শক আলমগীর হোসেন, রায়হান উদ্দিন। তাদের সমন্বয়ে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।

উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির সদস্য ১২ জন। তাদের মধ্যে সাধারণ সভায় ৮জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তাঁরা হলেন, সভাপতি হিসাবে মোঃ সেলিম হোসেন আরজু, সহ-সভাপতি জহিরুল ইসলাম, সদস্য মীর মোহাম্মদ মাসুম করিম, মোঃ ছানাউল্লাহ, নূর মোহাম্মদ মোড়ল, আবু হানিফ সরকার, মোঃ তাজউদ্দীন, মহিলা সদস্য জোলেখা পারভীন। বাকি চারজন উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির লিমিটেডের কর্মকর্তাদের মধ্য থেকে নির্বাচিত হবে।

সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা সায়েম আল সুমনের পরিচালনায় সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, কাপাসিয়া পল্লী উন্নয়ন কর্মকর্তা দিলারা আক্তার ফকির, গাজীপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আজগর হোসেন খান, কাপাসিয়া উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক ও কাপাসিয়া প্রেসক্লাবের আহ্বায়ক সাংবাদিক এফ এম কামাল হোসেন, জেলা মহিলা দলের সভানেত্রী জান্নাতুল ফেরদৌসী, বিএনপি নেতা আজিজুল হক বাবুল, জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন শিশির, সাংবাদিক শেখ তমিজ উদ্দিন আহমেদ খোকা, শ্রমিক ইউনিয়নের সভাপতি আশরাফুল আলম বাবলু, সাবেক ইউপি সদস্য মোঃ ছানাউল্লাহ্।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon
শিরোনাম:   ১ কোটি ৭১ লাখ টাকা সহায়তা দিলো জুলাই স্মৃতি ফাউন্ডেশন শেখ হাসিনাস জুলাই গণহত্যার ‘হুকুমদাতা’দের ফেরাতে ইন্টারপোলের সহায়তা চাইব : চিফ প্রসিকিউটর প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের ‘সৌজন্য সাক্ষাৎ’ আওয়ামী লীগের সময়ে হওয়া হত্যাকাণ্ডের বিচার চায় জামায়াত হজে যেতে আগামী ২৩শে অক্টোবরের মধ্যে নিবন্ধন করতে হবে দখল-দূষণ রোধে করণীয় নির্ধারণে লবলং নদী পরিদর্শন করল জেলা প্রশাসন গাজীপুরে পূজা মন্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশাসক দখল দূষণ রোধে করণীয় নির্ধারণে বালু নদী পরিদর্শন করল জেলা প্রশাসন গাজায় ৯০২টি পরিবারের কেউই বেঁচে নেই, নিহতদের নাম প্রকাশ দুর্নীতিবাজদের দৃশ্যমান শাস্তি না হলে দুর্নীতি বন্ধ হবে না: দেবপ্রিয় ভট্টাচার্য