নিজস্ব প্রতিবেদক, কাপাসিয়া (গাজীপুর) :
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পরামর্শে গাজীপুরের কাপাসিয়া উপজেলা ব্যাপী সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপি নেতৃবৃন্দ। রোববার (২৯ সেপ্টেম্বর) দিনব্যাপী উপজেলার দূর্গাপুর ইউনিয়নের একডালা, ঘিঘাট, ফেটালিয়া, রানীগঞ্জ, নলিপলাশ, পানবরাইদসহ বিভিন্ন পূজামণ্ডপগুলো পরিদর্শন করা হয়।
শারদীয় দূর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসব মূখর করতে পূজা মণ্ডপগুলোতে শান্তিশৃঙ্খলা রক্ষার্থে সুরক্ষা কমিটি গঠন করা হয়। এসব কাজ সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন, গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান পেরা।
রোববার দিনব্যাপী পূজামণ্ডপগুলো পরিদর্শনে নেতৃত্ব দেন কাপাসিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা। এসময় তার সাথে আরো ছিলেন, দূর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সোলায়মান মোল্লা, সিনিয়র সহ-সভাপতি মীর হাবিবুর রহমান, খালিদ হোসেন খান, ইউনিয়ন ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, কাপাসিয়া উপজেলা শ্রমিক দলের সহ-সভাপতি আনোয়ার হোসেন, যুবদল নেতা রাশেল, সাইফুল, হেলাল, শরীফ, সজিব, শ্রমিক দল নেতা মাকসুদ, রায়হানসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।
পরিদর্শনের সময় বিভিন্ন পূজামণ্ডপের হিন্দু সম্প্রদায়ের ভক্তবৃন্দ বিএনপি নেতৃবৃন্দের এ উদ্যোগকে স্বাগত ও সাধুবাদ জানান। এসময় নেতৃবৃন্দ পূজামণ্ডপে অবস্থানরত পুরোহিত, পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ পূজারিদের সাথে তাদের বিভিন্ন সুবিধা অসুবিধা নিয়ে মতবিনিময় করেন এবং সব রকম সহযোগতার আশ্বাস দেন।
মন্তব্য