সোমবার, ১৪ অক্টোবর ২০২৪ , ২৯ আশ্বিন ১৪৩১

সেকশন

 

গাজীপুরে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মত বিনিময়

গণবাণী ডট কম
প্রকাশ: ১ অক্টোবর ২০২৪, ২৩:০৪:১৯ | পঠিত: ১৭৭

---

গাজীপুরে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন গাজীপুরের নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট নাসিফা আরেফিন।

মঙ্গলবার (১ অক্টোবর) সকালে সকালে জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময়কালে জেলা প্রশাসক ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন।  তিনি সাংবাদিকদের সাথে  সাংবাদিকদের বক্তব্য মনযোগ দিয়ে শুনেন, তাদের বক্তব্য নোট করেন এবং বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন।

এ সময় তিনি গাজীপুরের সার্বিক উন্নয়নের সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. ওয়াহিদ হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) সোহেল রানা, নাজারত ডেপুটি কালেক্টর অভ্র জ্যোতি বড়াল।

সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান টিটু, সাধারণ সম্পাদক শাহ সামসুল হক রিপন, সাংবাদিক ইউনিয়ন গাজীপুরের সভাপতি দেলোয়ার হোসেন, গাজীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি নাসির আহাম্মেদ, অধ্যাপক মুকুল কুমার মল্লিক, মজিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, মনিরুজ্জামান, সহ-সভাপতি রেজাউল বারী বাবুল প্রমুখ।

আমার বিনিময় সভায় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার বিপুল সংখ্যক সাংবাদিক উপস্থিত ছিলেন।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon
শিরোনাম:   ১ কোটি ৭১ লাখ টাকা সহায়তা দিলো জুলাই স্মৃতি ফাউন্ডেশন শেখ হাসিনাস জুলাই গণহত্যার ‘হুকুমদাতা’দের ফেরাতে ইন্টারপোলের সহায়তা চাইব : চিফ প্রসিকিউটর প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের ‘সৌজন্য সাক্ষাৎ’ আওয়ামী লীগের সময়ে হওয়া হত্যাকাণ্ডের বিচার চায় জামায়াত হজে যেতে আগামী ২৩শে অক্টোবরের মধ্যে নিবন্ধন করতে হবে দখল-দূষণ রোধে করণীয় নির্ধারণে লবলং নদী পরিদর্শন করল জেলা প্রশাসন গাজীপুরে পূজা মন্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশাসক দখল দূষণ রোধে করণীয় নির্ধারণে বালু নদী পরিদর্শন করল জেলা প্রশাসন গাজায় ৯০২টি পরিবারের কেউই বেঁচে নেই, নিহতদের নাম প্রকাশ দুর্নীতিবাজদের দৃশ্যমান শাস্তি না হলে দুর্নীতি বন্ধ হবে না: দেবপ্রিয় ভট্টাচার্য