জুলাই আন্দোলনে হতাহতদের মধ্যে ১৭৬ জন রোববার (১৩ অক্টোবর) মোট ১ কোটি ৭১ লাখ ৪২ হাজার টাকা সহায়তা করেছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ রোববার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাদের হাতে চেক তুলে দেন।
রোববার দুপুরে আহতদের দেখতে ও আর্থিক সহায়তা দিতে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে যান। এসময় তার সাথে আরো উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।
উপদেষ্টারা জানান, আন্দোলনে হতাহতদের জন্য চালু করা হয়েছে হেল্পলাইন নম্বর ও ওয়েবসাইড। ১৬০০০ এই নম্বরে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কল করে সমস্যা ও সহায়তার কথা জানানো যাবে।
আজ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে ঢাকায় ১৭৬ জনকে মোট ১ কোটি ৭১ লাখ ৪২ হাজার ৫০ টাকা সহায়তা দেয়া হয়েছে বলে জানান তারা। এর মধ্যে ঢাকা মেডিকেলে ১৩২ জন আহতকে ১ কোটি ৩২ লাখ টাকা আর্থিক সহযোগিতা করা হয়৷
পর্যায়ক্রমে সারা দেশে এই আর্থিক সহায়তার কার্যক্রম চলবে। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে নিহতদের পরিবারকে দেয়া হচ্ছে পাঁচ লাখ আর আহতের পরিবারকে এক লাখ করে টাকা দেয়া হচ্ছে।
আন্দোলনকালীন সময়কার ঘটনায় কোনো মামলায় নিরীহ কাউকে হয়রানি না করা এবং বিভিন্ন ট্যাগ লাগিয়ে শহীদদের যেনো ভাগ করে না ফেলা হয় সেই আহ্বান জানান উপদেষ্টারা।
তারা আরও বলেন, আন্দোলনে গুলি চালানো পুলিশদের ছাড় দেয়া হবে না।
মন্তব্য