শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪ , ২১ অগ্রহায়ন ১৪৩১

সেকশন

 

খালেদা জিয়ার বিরুদ্ধে আরেক মামলার কার্যক্রম বাতিল

গণবাণী ডট কম
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৪, ২৩:৩৪:১৭ | পঠিত: ৮৭

---

বিএনপি চেয়ার পার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা আরেক মামলার কার্যক্রম বাতিল করেছে হাইকোর্ট। এ নিয়ে এখন পর্যন্ত সাবেক এই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে করা ২৩টি মামলা বাতিল হয়েছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতার অভিযোগে দায়ের একটি মামলা বাতিল করে রায় দিয়েছে হাইকোর্ট।

বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চে খালেদা জিয়ার পক্ষে উপস্থিত ছিলেন কায়সার কামাল, মাহবুব উদ্দিন খোকনসহ বিএনপিপন্থী আইনজীবীরা।

খালেদা জিয়ার আইনজীবীরা জানিয়েছেন, দারুস সালাম থানায় দায়ের করা এই মামলাটি বাতিলের ফলে এখন পর্যন্ত খালেদা জিয়ার নামে থাকা মোট ২৩টি মামলা বাতিল করা হলো।

বুধবার তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও নাশকতার আরো ১১টি মামলা হাইকোর্টে বাতিল হয়। অন্যান্য মামলাগুলো নিম্ন আদালতেই খারিজ হয়ে যায়।

আইনজীবীদের পক্ষ থেকে জানানো হয়েছে, এখন বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে নাইকো ও বড়পুকুরিয়া দুর্নীতির মামলাগুলো রয়েছে। জিয়া অরফানেজ ট্রাস্ট, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার সাজা স্থগিত করেছেন রাষ্ট্রপতি।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon
শিরোনাম:   আজমির শরিফসহ ১০টিরও বেশি মসজিদ নিয়ে ভারতীয়দের ষড়যন্ত্র ধর্ম-বর্ণ ও মতের পার্থক্য থাকলেও আমরা একই পরিবারের সদস্য : ড. ইউনূস গাজীপুরের প্রবীণ সাংবাদিক নজরুল ইসলাম বাদামীর ইন্তেকাল দেশের জন্য ক্ষতিকর চুক্তি বাতিলের দাবি করা হয়েছে : আসিফ নজরুল গণঅভ্যুত্থান নস্যাৎ করার যড়যন্ত্র একজোট হয়ে রুখতে হবে : প্রধান উপদেষ্টা ভারত আগ্রাসী হলে আমরাও বাংলা বিহার উড়িষ্যা দাবি করবো: রিজভী ভারতের উচিত দ্ব্যর্থহীনভাবে জুলাই অভ্যুত্থানকে স্বীকৃতি দেয়া: মাহফুজ আলম জাতীয় ঐক্যের গড়তে নেতৃবৃন্দের সাথে বসবেন প্রধান উপদেষ্টা এক বিজয় করেছো, আরেক বিজয় আসবে : সমন্বয়কদের প্রধান উপদেষ্টা দক্ষিণ কোরিয়াতে সামরিক শাসন জারি করেছেন প্রেসিডেন্ট