বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫ , ১১ বৈশাখ ১৪৩২

সেকশন

 

খালেদা জিয়ার বিরুদ্ধে আরেক মামলার কার্যক্রম বাতিল

গণবাণী ডট কম
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৪, ২৩:৩৪:১৭ | পঠিত: ১৬২

---

বিএনপি চেয়ার পার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা আরেক মামলার কার্যক্রম বাতিল করেছে হাইকোর্ট। এ নিয়ে এখন পর্যন্ত সাবেক এই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে করা ২৩টি মামলা বাতিল হয়েছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতার অভিযোগে দায়ের একটি মামলা বাতিল করে রায় দিয়েছে হাইকোর্ট।

বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চে খালেদা জিয়ার পক্ষে উপস্থিত ছিলেন কায়সার কামাল, মাহবুব উদ্দিন খোকনসহ বিএনপিপন্থী আইনজীবীরা।

খালেদা জিয়ার আইনজীবীরা জানিয়েছেন, দারুস সালাম থানায় দায়ের করা এই মামলাটি বাতিলের ফলে এখন পর্যন্ত খালেদা জিয়ার নামে থাকা মোট ২৩টি মামলা বাতিল করা হলো।

বুধবার তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও নাশকতার আরো ১১টি মামলা হাইকোর্টে বাতিল হয়। অন্যান্য মামলাগুলো নিম্ন আদালতেই খারিজ হয়ে যায়।

আইনজীবীদের পক্ষ থেকে জানানো হয়েছে, এখন বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে নাইকো ও বড়পুকুরিয়া দুর্নীতির মামলাগুলো রয়েছে। জিয়া অরফানেজ ট্রাস্ট, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার সাজা স্থগিত করেছেন রাষ্ট্রপতি।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon
শিরোনাম:   গাজীপুরে লটারির মাধ্যমে ২৮ জন ওএমএস ডিলার নিয়োগ ওবায়দুল কাদেরের ভাগিনা পরিচয় দেয়া ব্যবসায়ী রিমান্ডে গাজীপুরে ৩ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো কামরুল, দীপু মনি, পলকসহ সাবেক ৫ মন্ত্রী ও এক সেনা কর্মকর্তাকে কাপাসিয়ায় হাসপাতালের স্টোরে মজুদ করে ঔষধ নষ্টের ঘটনায় তদন্ত কমিটি গঠন জিসিসি‘র নাগরিক দূর্ভোগ লাঘবে ড্রেন ও খাল খননসহ একগুচ্ছ কার্যক্রম শুরু কাপাসিয়ায় হাসপাতালে মজুদ ৫০ লাখ টাকার সরকারি ঔষধ মেয়াদ উত্তীর্ণ গাজীপুর সাফারী পার্ক থেকে চুরি যাওয়া লেমুর উদ্ধার, গ্রেপ্তার-১ গাজীপুরে পলিটেকনিক শিক্ষার্থীদের ৬ দফা দাবিতে বিক্ষোভ, সমাবেশ গাজীপুরে দুই শিশুকে কুপিয়ে হত্যার ঘটনায় মা জড়িত! গাজীপুরে দুই শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার, মা আটক