শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪ , ২১ অগ্রহায়ন ১৪৩১

সেকশন

 

আওয়ামী লীগের ‘আ’ পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না : শাহ্ রিয়াজুল হান্নান

গণবাণী ডট কম
প্রকাশ: ১ নভেম্বর ২০২৪, ২৩:৫৯:১১ | পঠিত: ১৪২

---

নিজস্ব প্রতিবেদক, কাপাসিয়া (গাজীপুর):

আওয়ামী স্বৈরাচারী সরকার বিগত দিনে যেভাবে স্টিম রোলার চালিয়েছে, এ দেশের ছাত্র জনতা পাই পাই করে তার পাওনা বুঝিয়ে দিয়েছে। এজন্য কেউ নির্বাসনে, কেউ কারাগারে। আওয়ামী লীগের ‘আ’ পর্যন্ত খোঁজে পাওয়া যাচ্ছে না। এটাই বাস্তবতা।

আজ শুক্রবার বিকালে শাহ্ রিয়াজুল হান্নানের পিতা ও বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও সাবেক পাট মন্ত্রী প্রয়াত নেতা বিগ্রেডিয়ার জেনারেল (অব:) আ. স. ম. হান্নান শাহ‘র স্মরণে আয়োজিত অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে শাহ্ রিয়াজুল হান্নান এসব কথা বলেন।

গাজীপুরের কাপাসিয়ার টোক সূর্যবালা বালিকা উচ্চবিদ্যালয় মাঠে টোক ইউনিয়নের ‘আমরা জিয়ার সৈনিক প্রবাসস্থ অনলাইন ফোরাম আ. স. ম. হান্নান শাহ‘র ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠান আয়োজন করে। এতে রিয়াজুল হান্নান প্রধান অতিথি ছিলেন।

তিনি আরো বলেন, আমরা বহুদিন ধরে বলে আসছি, এ পতিত স্বৈরচার শেখ হাসিনার হাতে আওয়ামী লীগের মত দল কিভাবে শেষ হয়ে গেলো। আমাদের চোখের সামনে সেটা আমরা দেখতে পাচ্ছি। আমরা যারা রাজনীতি করি আমাদের অনেক শিক্ষা নেওয়ার আছে।

আমরা জিয়ার সৈনিক অনলাইন ফোরামের সভাপতি রবিন হাসানের সভাপতিত্বে ও টোক ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান সবুরের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, কাপাসিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব জুনাইদ হোসেন লিয়ন, টোক ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বসির উদ্দিন বাসু, সাধারণ সম্পাদক শামসুল হক রুকন, টোক ইউনিয়ন বিএনপির ছাত্র-বিষয়ক সম্পাদক তাজুল ইসলাম, টোক ইউনিয়ন ছাত্রদল সভাপতি তসলিম উদ্দিন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাবেক যুগ্নসাধারণ সম্পাদক মামুন প্রমূখ।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon
শিরোনাম:   আজমির শরিফসহ ১০টিরও বেশি মসজিদ নিয়ে ভারতীয়দের ষড়যন্ত্র ধর্ম-বর্ণ ও মতের পার্থক্য থাকলেও আমরা একই পরিবারের সদস্য : ড. ইউনূস গাজীপুরের প্রবীণ সাংবাদিক নজরুল ইসলাম বাদামীর ইন্তেকাল দেশের জন্য ক্ষতিকর চুক্তি বাতিলের দাবি করা হয়েছে : আসিফ নজরুল গণঅভ্যুত্থান নস্যাৎ করার যড়যন্ত্র একজোট হয়ে রুখতে হবে : প্রধান উপদেষ্টা ভারত আগ্রাসী হলে আমরাও বাংলা বিহার উড়িষ্যা দাবি করবো: রিজভী ভারতের উচিত দ্ব্যর্থহীনভাবে জুলাই অভ্যুত্থানকে স্বীকৃতি দেয়া: মাহফুজ আলম জাতীয় ঐক্যের গড়তে নেতৃবৃন্দের সাথে বসবেন প্রধান উপদেষ্টা এক বিজয় করেছো, আরেক বিজয় আসবে : সমন্বয়কদের প্রধান উপদেষ্টা দক্ষিণ কোরিয়াতে সামরিক শাসন জারি করেছেন প্রেসিডেন্ট