নিজস্ব প্রতিবেদক, কাপাসিয়া (গাজীপুর) :
গাজীপুরের কাপাসিয়ায় তিন ব্যবসায়িকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কাপাসিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রুহুল আমিন।
আজ সোমবার (২০ জানুয়ারি) দুপুরে কাপাসিয়া বাস স্ট্যান্ড এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫৩ ধারায় তাদেরকে এই জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে জরিমানা করে তা আদায় করা হয়েছে। দন্ডিত ব্যবসা প্রতিষ্ঠানগুলো হলো, মেহেরুন্নেছা ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা, যানবাহনের টায়ার বিক্রির দোকান ভান্ডারী টায়ারকে ৭ হাজার টাকা ও মমতাজ কাবাব কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মন্তব্য