রবিবার, ১৬ মার্চ ২০২৫ , ২ চৈত্র ১৪৩১

সেকশন

 

হাসিনার বিচার করতে না পারলে মানুষ আমাদের ক্ষমা করবে না : ড. ইউনূস

গণবাণী ডট কম
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ১৯:৩৮:৫৯ | পঠিত: ১০১

---

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, শেখ হাসিনা এবং তার শীর্ষ কর্মকর্তাদের খুঁজে বের করা হবে এবং তাদের দেশে ফিরিয়ে আনা হবে, যাতে তারা আইন অনুযায়ী পূর্ণ শাস্তি পান। তিনি আরো বলেন, ‘আমরা ইতোমধ্যে আইনি প্রক্রিয়া শুরু করেছি। আমরা আশা করছি আইনি প্রক্রিয়া অব্যাহত থাকবে এবং আমরা তাকে বিচারের আওতায় আনব। এটা করতেই হবে, তা না হলে দেশের মানুষ আমাদের ক্ষমা করবে না।’

ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশ গ্রহণের জন্য দুবাই সফরে থাকার সময়ে প্রধান উপদেষ্টা গত বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক সংবাদমাধ্যম ‘দ্য ন্যাশনাল’ কে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন।

বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের আন্দোলনের মূখে টানা ১৫ বছর বাংলাদেশের ক্ষমতায় থাকা শেখ হাসিনা গত ৫ আগস্ট ভারতে পালিয়ে যান। এরপর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনুস।

বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের আন্দোলনে গত জুলাই ও আগস্টে শেখ হাসিনার প্রশাসন ও তার সমর্থকদের হাতে আনুমানিক ১,৪০০ মানুষ নিহত হন এবং প্রায় ১১ হাজার মানুষ আহত হন। অভ্যুত্থানের সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহতদের মধ্যে ১৩ শতাংশ শিশু ছিল বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশ পুলিশের তথ্য অনুযায়ী, এই অভ্যুত্থানে ৪৪ জন পুলিশ সদস্যও নিহত হয়েছেন।

শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে সেখানেই অবস্থান করছেন তিনি।

এ প্রসঙ্গে ড. ইউনূস দ্য ন্যাশনালকে বলেন, ‘শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে। জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিবেদনসহ তার বিরুদ্ধে আমাদের কাছে অনেক প্রমাণ আছে।’

তিনি আরও বলেন, ‘এই প্রতিবেদন তাদের কর্মকাণ্ডের একটি দলিল। জাতিসংঘ এই বিষয়টি নথিভুক্ত করেছে এবং শেখ হাসিনা এবং তার সরকার ও তার ঘনিষ্ঠ সমর্থকরা দেশের মানুষের সঙ্গে যা করেছে, আমাদের কাছে তার সমস্ত প্রমাণ রয়েছে।’

অভ্যুত্থানের প্রভাব শুধু বাংলাদেশেই সীমাবদ্ধ ছিল না, এটি বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভে অংশ নেওয়া ৫৩ বাংলাদেশিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। পরে মুহাম্মদ ইউনুসের অনুরোধে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ তাদের মুক্তি দেন।

ড. ইউনূস বলেন, এটি সংযুক্ত আরব আমিরাত ও বৃহত্তর অঞ্চলের সঙ্গে আমাদের সম্পর্ক পুনর্গঠনের সূচনা।

তিনি বলেন, ‘সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে আমাদের সম্পর্ক চমৎকার। আমার অনুরোধে বন্দিদের মুক্তি দেওয়ায় আমি খুব খুশি। আমাদের সম্পর্ক খুব ভালো, কারণ আমিরাতে ১২ লাখ বাংলাদেশি কর্মরত রয়েছেন। এটা আমাদের জন্যও খুবই গুরুত্বপূর্ণ।’

শক্তিশালী, গণতান্ত্রিকভাবে নির্বাচিত নেতৃত্বের অধীনে আরও সমৃদ্ধ, নিরাপদ জাতি পুনর্গঠনের জন্য বর্তমানে মুহাম্মদ ইউনুস ও তার উপদেষ্টারা দেশের সংস্কার কার্যক্রমের দিকে মনোযোগ দিয়েছেন।

বিচার ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থা, পুলিশ ও প্রশাসনের সংস্কারের জন্য ছয়টি কমিশন গঠন করা হয়েছে। পাশাপাশি দুর্নীতি দমন কমিশন আগের সরকারের লুটপাট হওয়া রাষ্ট্রীয় তহবিল উদ্ধারে কাজ করবে।

ইউনুস বলেন, ‘সংস্কারের উদ্দেশ্য হলো একটি নিরাপদ রাষ্ট্র ব্যবস্থা গঠন করা, যা জনগণের মালিকানা, কল্যাণ ও জবাবদিহিতার ভিত্তিতে প্রতিষ্ঠিত হবে এবং বাংলাদেশের ১৭ কোটি ৪০ লাখ মানুষের হাতে আরও বেশি নিয়ন্ত্রণ ক্ষমতা রাখা।’

তিনি বলেন, ‘আমাদের প্রাথমিক লক্ষ্য হলো আইনশৃঙ্খলা পুনরুদ্ধার করা, অর্থনীতিকে সচল করা এবং ব্যাংকিং ব্যবস্থার সংস্কার করা। আমরা এই সুপারিশগুলো নিয়ে সব রাজনৈতিক দল এবং সিভিল সোসাইটির কাছে যাব, তাদের কাছে জানতে চাইব, কোনগুলো এখন বাস্তবায়ন করতে চান, কোনগুলো ভবিষ্যতে করতে চান এবং কোনগুলো একেবারেই করতে চান না।’

তিনি আরও বলেন, ‘এটাই আমাদের সরকারের কাজ। আমরা ১৬ বছরের মধ্যে প্রথমবারের মতো একটি সুষ্ঠু নির্বাচন করতে পারলে খুশি হব-এমন নির্বাচন; যা হবে নির্ভরযোগ্য ও স্বচ্ছ। তাহলেই মানুষও খুশি হবে এবং আমাদের কাজও শেষ হবে।’

দুবাইয়ে মঞ্চে বক্তব্য দেওয়ার সময় ইউনূস জানান, তার কাজ শেষে তিনি আনন্দের সঙ্গে পদ ছাড়তে রাজি আছেন।

তিনি বলেন, ‘এখন আমাদের একটি ঐকমত্য গঠন কমিশন রয়েছে, তারা সংস্কার কমিশনগুলোর সুপারিশগুলো শুনবে। এরপর সেগুলোর আলোকে তারা একটি খসড়া তৈরি করবে, যার ভিত্তিতে এই বছরের ডিসেম্বরে নির্বাচন আয়োজনের দিকে এগিয়ে যাব। আমার কাজ শেষে আমি নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব তুলে দেব।’

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon
শিরোনাম:   বাংলাদেশের মানুষের স্বার্থে জাতীয় সংলাপ করতে প্রস্তুত জাতিসংঘ : গুতেরেস কালিয়াকৈরে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ৩ রোহিঙ্গাদের সহায়তায় বিশ্ববাসীকে এগিয়ে আসার আহ্বান জাতিসংঘ মহাসচিবের গাজীপুরে অভিযানকালে পুলিশকে ছুরিকাঘাত, গ্রেফতার ৩ প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে কক্সবাজার পৌঁছেছেন বাংলাদেশের গুরুত্বপূর্ণ সংস্কারে পাশে থাকবে জাতিসংঘ : গুতেরেস বিএনপির ৩১ দফা দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের সনদ: এম মঞ্জুরুল করিম রনি প্রধান উপদেষ্টা ২৬ মার্চ চীন সফরে যাবেন : পররাষ্ট্র মন্ত্রণালয় সাবেক প্রতিমন্ত্রী চুমকি ও তার স্বামীর বিরুদ্ধে দুদকের মামলা ঢাকায় এসেছেন জাতিসংঘের মহাসচিব