গাজীপুর মহানগরীর গাছা থানাধীন ঝাজর এলাকায় মাদকব্যবসায়ী ও ছিনতাইকারী গ্রেফতারে অভিযান পরিচালনার সময় পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের কাছ থেকে পুলিশের রক্তাক্ত জামা, একটি ছুরি ও হেরোইন উদ্ধার করা হয়েছে।
শুক্রবার বিকালে গাজীপুর মহানগরীর গাছা থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন, গাজীপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ) এন এম নাসির উদ্দিন।
তিনি আরো জানান, গত বৃহস্পতিবার (১৩ মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে গাছা থানা পুলিশ মাদক ক্রয়-বিক্রয়ের খবর পেয়ে গাছা থানার জাঝর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে শীর্ষ মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী মনির। এসময় পুলিশ কনস্টেবল মোস্তফা কামাল তাকে আটক করে ফেললে মনির ও তার সহযোগীরা পুলিশকে আক্রমণ করে। আটক হওয়া মনিরকে বাঁচাতে ছিনকারীরা কনস্টেবল মোস্তফা কামালকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। আঘাতে পুলিশ কনস্টেবল মোস্তাফার কানে ও পেটে গুরুতর জখম হয়। কনস্টেবল মোস্তফা কামালকে প্রথমে গাজীপুর তাইরুন্নেসা মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হয় এবং অবস্থার অবনতি হলে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর কো হয়। সেখানে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তিনি আরো জানান, এই হামলার ঘটনায় অভিযান চালিয়ে পুলিশ তিন জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো, গাজীপুর মহানগরীর গাছা থানা এলাকার মৃত জমির আলীর ছেলে মো. মনিরুজ্জামান ওরফে মনির (২৮), মৃত আব্বাস আলীর ছেলে মো: জাহিদ মণ্ডল বাবু (৩০) এবং মৃত আলী আকবরের ছেলে নূরা (৩৭)।
তিনি জানান, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের কাছ থেকে পুলিশের রক্তাক্ত জামা, একটি ছুরি ও হেরোইন উদ্ধার করা হয়েছে।
মন্তব্য