বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫ , ১১ বৈশাখ ১৪৩২

সেকশন

 

গাজীপুরে অভিযানকালে পুলিশকে ছুরিকাঘাত, গ্রেফতার ৩

গণবাণী ডট কম
প্রকাশ: ১৪ মার্চ ২০২৫, ১৯:২৬:৫১ | পঠিত: ১০৫

---

গাজীপুর মহানগরীর গাছা থানাধীন ঝাজর এলাকায় মাদকব্যবসায়ী ও ছিনতাইকারী গ্রেফতারে অভিযান পরিচালনার সময় পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের কাছ থেকে পুলিশের রক্তাক্ত জামা, একটি ছুরি ও হেরোইন উদ্ধার করা হয়েছে।

শুক্রবার বিকালে গাজীপুর মহানগরীর গাছা থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন, গাজীপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ) এন এম নাসির উদ্দিন।

তিনি আরো জানান, গত বৃহস্পতিবার (১৩ মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে গাছা থানা পুলিশ মাদক ক্রয়-বিক্রয়ের খবর পেয়ে গাছা থানার জাঝর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে শীর্ষ মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী মনির। এসময় পুলিশ কনস্টেবল মোস্তফা কামাল তাকে আটক করে ফেললে মনির ও তার সহযোগীরা পুলিশকে আক্রমণ করে। আটক হওয়া মনিরকে বাঁচাতে ছিনকারীরা কনস্টেবল মোস্তফা কামালকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। আঘাতে পুলিশ কনস্টেবল মোস্তাফার কানে ও পেটে গুরুতর জখম হয়। কনস্টেবল মোস্তফা কামালকে প্রথমে গাজীপুর তাইরুন্নেসা মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হয় এবং অবস্থার অবনতি হলে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর কো হয়। সেখানে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি আরো জানান, এই হামলার ঘটনায় অভিযান চালিয়ে পুলিশ তিন জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো, গাজীপুর মহানগরীর গাছা থানা এলাকার মৃত জমির আলীর ছেলে মো. মনিরুজ্জামান ওরফে মনির (২৮), মৃত আব্বাস আলীর ছেলে মো: জাহিদ মণ্ডল বাবু (৩০) এবং মৃত আলী আকবরের ছেলে নূরা (৩৭)।

তিনি জানান, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের কাছ থেকে পুলিশের রক্তাক্ত জামা, একটি ছুরি ও হেরোইন উদ্ধার করা হয়েছে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon
শিরোনাম:   গাজীপুরে লটারির মাধ্যমে ২৮ জন ওএমএস ডিলার নিয়োগ ওবায়দুল কাদেরের ভাগিনা পরিচয় দেয়া ব্যবসায়ী রিমান্ডে গাজীপুরে ৩ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো কামরুল, দীপু মনি, পলকসহ সাবেক ৫ মন্ত্রী ও এক সেনা কর্মকর্তাকে কাপাসিয়ায় হাসপাতালের স্টোরে মজুদ করে ঔষধ নষ্টের ঘটনায় তদন্ত কমিটি গঠন জিসিসি‘র নাগরিক দূর্ভোগ লাঘবে ড্রেন ও খাল খননসহ একগুচ্ছ কার্যক্রম শুরু কাপাসিয়ায় হাসপাতালে মজুদ ৫০ লাখ টাকার সরকারি ঔষধ মেয়াদ উত্তীর্ণ গাজীপুর সাফারী পার্ক থেকে চুরি যাওয়া লেমুর উদ্ধার, গ্রেপ্তার-১ গাজীপুরে পলিটেকনিক শিক্ষার্থীদের ৬ দফা দাবিতে বিক্ষোভ, সমাবেশ গাজীপুরে দুই শিশুকে কুপিয়ে হত্যার ঘটনায় মা জড়িত! গাজীপুরে দুই শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার, মা আটক